বাংলাহান্ট ডেস্ক: নয় নয় করে বলিউডে বেশ অনেক দিনই হয়ে গেল শাহিদ কাপুরের (Shahid Kapoor)। হিট, ফ্লপ মিলিয়ে তাঁর ছবির সংখ্যা নেহাত কম নয়। কেরিয়ারে উত্থান পতনের মধ্যে দিয়ে গিয়েছেন শাহিদ। তবে কোনোদিনই ব্লকবাস্টার হিট ছবির মালিক হতে পারেননি তিনি। শাহিদের সেই দুঃখ ঘুচিয়ে দেয় পদ্মাবত এবং কবীর সিং।
প্রথম ছবিটি ৩০০ কোটির ব্যবসা করেছিল বক্স অফিসে আর দ্বিতীয় ছবিটি দৌড় শেষ করে ২৭০ কোটিতে। কবীর সিং এর পর ঠাঁটবাঁটই বেড়ে গিয়েছিল শাহিদের। অবশ্য সাফল্যের সিঁড়ি থেকে নীচে পড়তে খুব বেশি সময় লাগেনি তাঁর। ‘জার্সি’ মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে।
কবীর সিং যেখানে ২০০ র উপরে ব্যবসা করেছিল, সেখানে জার্সি তুলতে পেরেছিল মোটে ২০.৫০ কোটি। তবে এত ফ্লপ ছবি দিয়েও টনক নড়েনি অভিনেতার। তিনি নিজের মতো পারিশ্রমিক বাড়িয়ে চলেছেন। এক লাফে নাকি ৫ কোটি টাকা বাড়িয়ে দিয়েছেন তিনি।
জানা যাচ্ছে, জার্সি ছবির জন্য ৩৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন শাহিদ। ছবিটি ফ্লপ হওয়ার পর স্বাভাবিক ভাবেই দোষ এসে পড়েছিল অভিনেতার ঘাড়ে। এত বেশি অঙ্কের টাকা নেওয়ার জন্য কথা শুনতে তাঁকে। কিন্তু তাতেও টাকা তো কমানইনি। উলটে আরো বাড়িয়ে দিয়েছেন শাহিদ।
আগামীতে বড়পর্দা ছেড়ে ওয়েব সিরিজে পা রাখছেন অভিনেতা। রাজ অ্যান্ড ডিকের পরিচালনায় ‘ফরজি’ সিরিজে অভিনয় করতে চলেছেন তিনি। শাহিদের সঙ্গে দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকেও দেখা যাবে ওই একই সিরিজে।
প্রসঙ্গত, ২০০৩ সালে ইশক ভিশক ছবির হাত ধরে বলিউডে পা রাখেন শাহিদ। তারও আগে বলিউডে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে কাজ করতেন তিনি। তারপর অবশ্য একে একে অনেক ছবিতেই অভিনয় করতে শুরু করেন শাহিদ। আগামী বছর দু দশক পূর্ণ করবেন তিনি বলিউডে।