বাংলাহান্ট ডেস্ক : চার বছর পর বড় পর্দায় কাম ব্যাক করেই ম্যাজিক দেখিয়েছেন বলিউড (Bollywood) বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) । দেশ এবং বিদেশ মিলিয়ে মোট ১১০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে ‘পাঠান’ (Pathan)। এই ছবি মুক্তির পরেই নতুন অ্যাকশন মুভি ‘ জওয়ান’ (Jawan) এর শ্যুটিং শুরু করেছিলেন অভিনেতা। প্রথমে জানা গিয়েছিল চলতি বছরের জুন মাসের ২ তারিখ বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি।
তবে শ্যুটিং শেষ না হওয়ার কারণে পিছিয়ে যায় মুক্তির দিনক্ষণ। মাত্র কয়েকদিন আগেই শোনা যাচ্ছিল অক্টোবর মাসে এই ছবি মুক্তির সম্ভাবনা রয়েছে। তবে অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটালেন শাহরুখ খান। পাকাপাকি ভাবে জানিয়ে দিলেন ছবি মুক্তির দিনক্ষণ। আর এতেই উচ্ছ্বসিত শাহরুখ প্রেমীরা।
দক্ষিণী পরিচালক অ্যাটলি-র হাত ধরে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। ফের একবার শাহরুখকে অ্যাকশন মুডে দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। ৬ মে ছবির টিজার নিজের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন বলিউড বাদশা। হাড়হিম করা সেই টিজার দেখে রীতিমতো চমকে উঠেছেন নেটিজেনরা। আনন্দের আরও একটি বিষয় হলো, টিজার পোষ্টের পাশাপাশি ছবির মুক্তির দিনক্ষণও জানিয়ে দিয়েছেন অভিনেতা।
আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে গেল এই ছবি মুক্তির দিনক্ষণ। সেপ্টেম্বর মাসের ৭ তারিখ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে, শাহরুখ খানের নির্দেশ মতোই ছবি মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। বলিউড বাদশার মতে, এই ছবি প্রমোশন এবং প্রচারের জন্য উপযুক্ত সময়ের প্রয়োজন। শাহরুখ ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন নয়নতারা এবং বিজয় সেতুপতি। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে আল্লু অর্জুন এবং দীপিকা পাড়ুকোনকে।
#Jawan #7thSeptember2023 pic.twitter.com/7pBFy5Dfng
— Shah Rukh Khan (@iamsrk) May 6, 2023
সূত্র মারফত জানা যাচ্ছে, দুটি ভারতীয় সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরী হয়েছে ‘জওয়ান’-এর গল্প। অমিতাভ বচ্চনের সুপারডুপার হিট ছবি ‘আখেরি রাস্তা’ এবং কমল হাসানের ‘ওরু কেইদিয়িন ডায়েরি’-র রূপান্তর এই ছবি। অর্থাৎ বাবা এবং ছেলে দুটি চরিত্রেই অভিনয় করতে দেখা যাবে শাহরুখ খানকে।
২০২৩ সালের শুরুতেই ছক্কা হাঁকিয়েছেন শাহরুখ। আর এবার চলতি বছরের দ্বিতীয় ছবি মুক্তির অপেক্ষায়। তবে কেবলমাত্র ‘জওয়ান’ নয়। রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’তেও মুখ্য চরিত্রে ধরা দেবেন শাহরুখ। তাঁর বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে। চলতি বছরের একেবারে শেষে মুক্তি পেতে পারে এই ছবি।