বড় খবরঃ পুলিশের হাতে গ্রেফতার দিল্লী হিংসায় গুলি চালানো যুবক মোহম্মদ শাহরুখ

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লী হিংসার সময় পুলিশের দিকে বন্দুক উঁচিয়ে ধরা যুবক মোহম্মদ শাহরুখকে গ্রেফতার করল পুলিশ। শোনা যাচ্ছে যে, মোহম্মদ শাহরুখকে মঙ্গলবার দিল্লী পুলিশের ক্রাইম ব্রাঞ্চ উত্তর প্রদেশের শামলী থেকে গ্রেফতার করেছে। আপাতত শাহরুখকে দিল্লী নিয়ে যাওয়া হচ্ছে। এরপর দুপুর ৩ঃ৩০ নাগাদ দিল্লী প্রেস কনফারেন্স করে ঘটনার কথা জানাবে।

শাহরুখের বিরুদ্ধে ২৪ ফেব্রুয়ারি দিল্লীর জাফরাবাদ এলাকায় হওয়া হিংসায় পুলিশের সামনে আট রাউন্ড ফায়ার এর অভিযোগ উঠেছে। জাফরাবাদের অশান্তির সময় মোহম্মদ শাহরুখ পুলিশে বুকে বন্দুক ধরেছিল।

পুলিশ কর্মী তাঁকে ধরার চেহস্তা করলে শাহরুখ গুলি চালায়। পুলিশ কর্মী তাঁকে বোঝানোর চেষ্টা করে আর সেই সময় শাহরুখের পিছনে থাকা দাঙ্গাবাজেরা এসে পাথর ছোঁড়া শুরু করে দেয়। পুলিশ শাহরুখকে ধরার আগেই সে সেখান থেকে পালিয়ে যায়।

এরপর দিল্লী পুলিশ শাহরুখের বাড়িতে তল্লাশি চালায়। কিন্তু তাঁর আগেই শাহরুখ পরিবার সমেত সেখান থেকে পালিয়ে গেছিল। শাহরুখ আশরফিয়া মসজিদের কাছে বিরিয়ানি বিক্রি করত। শনিবার উত্তর প্রদেশের আমরোহ জেলায় তাঁকে দেখা গেছে বলে খবর পাওয়া গেছিল।

স্থানীয় মানুষ জানায় যে, দিল্লী হিংসায় অভিযুক্ত আপ কাউন্সিলর তাহির হুসেইনের ভাই নজর হুসেইন আর শাহরুখ শনিবার একটি বিয়েতে গেছিল। গ্রামবাসীরা জানান, ওঁরা দুজন ১৫ মিনেটের জন্য ওই বিয়েতে ছিল যদিও পুলিশ এরকম তথ্য নাকোচ করে দেয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর