বাদশাহী ক্রিকেট, কলকাতা নাইট রাইডার্সের পর এবার মহিলা ক্রিকেট দল কিনলেন শাহরুখ খান

বাংলাহান্ট ডেস্ক: ক্রিকেটের সঙ্গে শাহরুখ খান (Shahrukh Khan) ওতপ্রোত ভাবে জড়িত। জুহি চাওলার সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সহ মালিকানা রয়েছে কিং খানের। এবার এক মহিলা ক্রিকেট দলও কিনে ফেললেন তিনি। কেকেআর এর নামের সঙ্গে মিলিয়েই মহিলা ক্রিকেট দলের নাম রাখা হয়েছে।

‘চক দে ইন্ডিয়া’ কে না দেখেছেন। ভারতীয় মহিলা হকি দলের কোচের ভূমিকায় অভিনয় করেছিলেন শাহরুখ। সুপারহিট হয়েছিল সে ছবি। এবার বাস্তবেই এক মহিলা ক্রিকেট দলের মালিক হয়ে বসলেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মিলিয়ে মহিলা দলের নাম রাখা হয়েছে ট্রিনবাগো নাইট রাইডার্স (Trinbago Knight Riders)।

shahrukh preity
নতুন ক্রিকেট দলের আনুষ্ঠানিক টুইটার হ‍্যান্ডেল থেকে এই খবর জানিয়ে লেখা হয়েছে, ‘সর্বপ্রথম নাইট রাইডার্স মহিলা দল। ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলা মহিলা সিপিএল এর উদ্বোধনী পর্বে লড়াই করার জন‍্য সম্পূর্ণ প্রস্তুত টিকেআর’।

এই টুইটটি আবার রিটুইট করে শাহরুখ লিখেছেন, ‘এটা সত‍্যিই খুব আনন্দের মুহূর্ত। আশা করছি লাইভ ম‍্যাচ দেখার জন‍্য আমি উপস্থিত থাকতে পারব।’ আগামী ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলেছে ক‍্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। সেখানেই প্রথম ম‍্যাচ খেলতে চলেছে ট্রিনবাগো নাইট রাইডার্স।

 

প্রসঙ্গত, আগামীতে সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’, অ্যাটলির ছবি ‘জওয়ান’ এর পরে রাজকুমার হিরানির সঙ্গে ‘ডাঙ্কি’ হয়ে ফিরছেন শাহরুখ। সেই ২০১৮ তে মুক্তি পেয়েছিল ‘জিরো’। নামের সার্থকতা প্রমাণ করে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সে ছবি। তারপরেই এক রকম স্বেচ্ছায় বিরতিতে চলে গিয়েছিলেন শাহরুখ। প্রযোজনা করছিলেন। কিন্তু অভিনয়ের ফেরার নামও করছিলেন না।

তখন থেকেই গুঞ্জন চলছিল, রাজকুমার হিরানির সঙ্গে কামব‍্যাক করবেন কিং খান। ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘পিকে’, ‘সঞ্জু’ হিটের সংখ‍্যা বড় কম নেই পরিচালকের ঝুলিতে। এহেন রাজকুমারের সঙ্গে কাজ করার আভাস দিয়েছিলেন শাহরুখও। তাঁর বিপরীতে থাকছেন তাপসী পন্নু।


Niranjana Nag

সম্পর্কিত খবর