প্রথম প্রেম গৌরীকে বিয়ে করতে মুসলিম থেকে হিন্দু হন শাহরুখ! কী হয়েছিল নতুন নাম?

বাংলাহান্ট ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রির নামজাদা জুটি শাহরুখ খান এবং গৌরী খান (Gauri Khan)। সেই কোন তরুণ বয়স থেকে শুরু দুজনের প্রেমকাহিনি। কেরিয়ারের একেবারে শুরুতে বিয়েটা সেরে নিয়েছিলেন শাহরুখ গৌরী (Gauri Khan)। বিয়ের পর নিজের পদবী ছিব্বর বদলে খান গ্রহণ করেন গৌরী। তবে নিজের ধর্ম বদলাননি তিনি। বরং বদলে দিয়েছিলেন শাহরুখকে। নিজের পরিবারের জন্য নাকি অভিনেতাকে হিন্দু বানিয়ে দিয়েছিলেন গৌরী (Gauri Khan)।

কম বয়সে প্রেমে পড়েছিলেন শাহরুখ গৌরী (Gauri Khan)

দিল্লির মধ্যবিত্ত পরিবারের ছেলে শাহরুখ মাত্র ১৮ বছর বয়সে প্রেমে পড়েছিলেন গৌরীর (Gauri Khan)। কিন্তু নিজে মুসলিম ধর্মাবলম্বী হয়ে একজন হিন্দু মেয়ের প্রেমে পড়াটাকে যে সমাজ ভালো ভাবে নেবে না তা বুঝেই গিয়েছিলেন শাহরুখ। বুঝেছিলেন গৌরীও (Gauri Khan)। তাই প্রথম দিকে সম্পর্কের কথাটা দুজনেই লুকিয়ে গিয়েছিলেন। কিন্তু কতদিন? বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পর পরিবারে যে বড়সড় ঝড় উঠবে তা বুঝেছিলেন দুজনেই। কীভাবে নিজের পরিবারের কাছে শাহরুখের পরিচয় দেবেন তা বুঝে উঠতে পারছিলেন না গৌরী (Gauri Khan)।

আরো পড়ুন : দুই স্ত্রী নয়, ধর্মেন্দ্র যমের মতো ভয় পেতেন এই নায়িকাকে, এক কথায় নিয়েছিলেন বিরাট সিদ্ধান্ত

ধর্ম বদলে দেওয়া হয় শাহরুখের

শেষমেষ একটি উপায় বের করেছিলেন গৌরী (Gauri Khan)। এ বিষয়ে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁরা দুজনে মিলে ঠিক করে শাহরুখের নাম বদলে ফেলেছিলেন। নতুন নাম হয়েছিল অভিনব। মুসলিম থেকে হিন্দু করা হয়েছিল শাহরুখকে। তবে মিথ্যে বেশিদিন টেকেনি। গৌরীর (Gauri Khan) কথায়, শাহরুখ যা লাজুক আর ছেলেমানুষ, এই কৌশল বেশিদিন তাঁদের কাজে আসেনি।

আরো পড়ুন : ‘খালি কোলে উঠতে চাইতাম’, ২২ বছরের সৌমিতৃষা বলছেন, ‘এখন বর্নভিটা খাওয়ার বয়স’!

কী কৌশল করেছিলেন তাঁরা

শাহরুখ গৌরী (Gauri Khan) জানতেন, আইনি বিয়ের সিদ্ধান্ত নিলেই সমাজে কথা শুরু হবে। তাই বুদ্ধি করে নিজের বাড়ির নয়, বরং বন্ধুর বাড়ির ঠিকানা দিয়েছিলেন শাহরুখ। তাঁরা যে মুহূর্তে আইনি বিয়ের সিদ্ধান্ত নেন তখনই সেই বাড়ির সামনে জড়ো হয় বহু মানুষ। জুতো, ইঁট পড়তে থাকে বাড়িতে। তবে ততক্ষণে বিয়ে হয়ে গিয়েছিল শাহরুখ গৌরীর (Gauri Khan)। বিয়ের পর কখনোই গৌরীকে ধর্ম বদলানোর কথা বলেননি অভিনেতা।

Gauri Khan

শাহরুখ নিজে মুসলিম ধর্মাবলম্বী হয়েও হিন্দু উৎসব পালন করেন। মন্নতে দুই ধর্মই পালন করা হয়। ছেলেমেয়েদেরও সব ধর্মের ঊর্দ্ধে গিয়ে ভারতীয় হিসেবে পরিচয় দেন শাহরুখ গৌরী।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর