‘আমি কোথায় ছিলাম?’ ছোট ছেলে আব্রামের ছবি দেখে হতবাক শাহরুখ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড (bollywood) বাদশা শাহরুখ খানের (shahrukh khan) তিন ছেলে মেয়ের মধ‍্যে সবথেকে ছোট আব্রাম (abram)। আর সবথেকে ছোট ছেলেই যে বাদশার নয়নের মণি তা সকলেই জানেন। আর হবে নাই বা কেন! মাত্র সাত বছর বয়সেই তাইকোন্ডো, দৌড়, ফুটবল, সুইমিং সবেতেই নিজের প্রতিভা দেখাচ্ছে আব্রাম।

এবার সেই তালিকায় যোগ হয়েছে বক্সিংও। সম্প্রতি গৌরি খান আব্রামের একটি ছবি শেয়ার করেন সোশ‍্যাল মিডিয়ায়। ছবিতে তার হাতে দেখা যায় বক্সিং গ্লাভস। গৌরির এই টুইটটি রিটুইট করেছেন শাহরুখ। ক‍্যাপশনে তিনি প্রশ্ন করেছেন, ‘আরে ইয়ার! আমি কোথায় ছিলাম?’ বোঝাই যাচ্ছে ব‍্যস্ততার কারণে ছেলের এই বিশেষ সময়ে সেখানে উপস্থিত থাকতে পারেননি অভিনেতা।


এই মুহূর্তে পরিচালক সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ ছবির শুটিংয়ে ব‍্যস্ত রয়েছেন শাহরুখ। তা সত্ত্বেও বর্ষীয়ান অভিনেতা রাজীব কাপুরের শেষ প্রয়াণে উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে। সাদা পোশাকে মুখে মাস্ক পরে, লম্বা চুল টুপিতে ঢেকে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন শাহরুখ।

প্রসঙ্গত, সম্প্রতি জানা যায় নাসা (NASA), বুর্জ খলিফা (burj khalifa), ডিসকভারি চ‍্যানেলের হেডকোয়ার্টার ও মাদাম তুসো, বিশ্বের এই চার আইকনিক জায়গায় হতে চলেছে ‘পাঠান’ এর শুটিং যা কোনো বলিউড সিনেমায় এই প্রথম। এর আগে হলিউডে ‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রোটোকল’ ও ‘ফিউরিয়াস সেভেন’ ছবিদুটির শুটিং হয়েছিল এই জায়গাগুলিতে।

তবে শাহরুখের ছবিতে এমন একটি বিশেষ জিনিস ঘটতে চলেছে যা বলিউড তো বটেই হলিউডেও আগে ঘটেনি। জানা যাচ্ছে, বুর্জ খলিফার ভেতরে হবে পাঠানের অ্যাকশন দৃশ‍্যের শুটিং। এর আগে অবশ‍্য নাসা তে ‘স্বদেশ’, মাদাম তুসো মিউজিয়ামে ‘ফ‍্যান’ ও ডিসকভারি চ‍্যানেলের হেডকোয়ার্টারে ‘জব তক হ‍্যায় জান’ এর শুটিং করেন শাহরুখ।

সম্প্রতি পাঠান ছবির শুটিংয়ের একটি ভিডিও ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা গিয়েছে, একটি জিপ গাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ‌। স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁর কাঁধ ছাপানো লম্বা চুল। বেশ বোঝা যাচ্ছে কোনো অ্যাকশন দৃশ‍্যের শুটিং চলছে। এছাড়াও অ্যাকশন দৃশ‍্যের কয়েকটি ছবিও সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শোনা গিয়েছে, এই ছবির জন‍্য আন্তর্জাতিক মানের স্টান্ট টিমও আনানো হয়েছে।

X