বাংলাহান্ট ডেস্ক: বলিউডের বাদশাহ ফিরছেন বলে কথা। জমি প্রস্তুত করতে হবে তো। চার বছর পর তিন তিনটি ছবি নিয়ে বড়পর্দায় কামব্যাক করছেন শাহরুখ খান (Shahrukh Khan)। দুটি ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এবং বহুল প্রশংসিত। এবার জানা গেল, এক OTT প্ল্যাটফর্ম নাকি আগেভাগেই কিনে নিয়েছে শাহরুখের ‘জওয়ান’ ছবিটির স্বত্ব।
মাস খানেক আগে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এনেছিলেন কিং খান। প্রথম ঝলকে শাহরুখের গোটা মুখটা ব্যান্ডেজের আড়ালে ঢাকা। লাল দগদগে ক্ষত গুলোকে ঢাকার বৃথা চেষ্টা। শুধুমাত্র একটা চোখ উঁকি দিচ্ছে ব্যান্ডেজের ফাঁক দিয়ে। তাতেও রক্ত জমা। অন্ধকার স্যাঁতস্যাঁতে একটা ঘরে তাঁর বসবাস। তবে একা নয়, একগাদা অস্ত্রশস্ত্রেরও দেখা মিলেছে ওই ভিডিওতে।
কিং খানের প্রথম লুক দেখেই নড়েচড়ে বসেছিলেন নেটিজেনরা। রহস্যের মোড়কে অনেকে হলিউড ছবির সঙ্গে সাদৃশ্যও খুঁজে পেয়েছিলেন অনেকে। তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। কিন্তু সেসব বিতর্ক বেশি বাড়তে পারেনি। বরং মুক্তির আগেই বড় দাঁও মারল জওয়ান।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ১২০ কোটি টাকায় শাহরুখের কামব্যাক ছবির ডিজিটাল সম্প্রচারের স্বত্ব কিনে নিয়েছে। যদিও এখনো এ খবরে শিলমোহর দেননি ছবির নির্মাতারা। এমনকি কিছুদিন আগে ইনস্টাগ্রাম লাইভে এসে ছবির ব্যাপারে কথা বললেও এ বিষয়ে কোনো আপডেট দেননি শাহরুখ।
লাইভে এসে তিনি বলেছিলেন, জওয়ান ছবিটি সম্পর্কে খুব বেশি কিছু তিনি বলতে পারবেন না। কারণ এখনো অনেকটা রাস্তা যাওয়া বাকি। তবে তিনি এটুকু বলতে পারেন, অভিনেতা হিসাবে খুব ভাল সময় কাটাচ্ছেন। অ্যাটলি যে ধরণের ছবি বানান সে ধরণের ছবিতে কোনোদিন অভিনয় করেননি তিনি। তাই চেষ্টা করে দেখছেন বলে জানান শাহরুখ।
প্রসঙ্গত, আগামীতে জওয়ান ছাড়াও সিদ্ধার্থ আনন্দের পাঠান এবং রাজকুমার হিরানির ডাঙ্কি ছবিতে দেখা যাবে শাহরুখকে। আগামী বছর গোটাটাই নিজের জন্য বুক করে নিয়েছেন তিনি। কতটা দর্শক টানতে পারেন সেটাই এখন দেখার অপেক্ষা।