সামনে পেয়েই কিল-চড়-ঘুষি! উদয়পুরে হিন্দু দর্জির খুনিদের আদালতে বেধড়ক পেটাল জনতা! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, পয়গম্বর ইস্যুতে প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বক্তব্যকে করেছিলেন সমর্থন আর সেই অপরাধে নৃশংসভাবে হত্যা করা হয় রাজস্থানের এক ব্যক্তিকে। বছর চল্লিশের কানহাইয়া লালের মুণ্ডচ্ছেদ করে খুন করা হয়, যা দেখে কেঁপে ওঠে গোটা দেশবাসী। রাজস্থানের উদয়পুরের এই ঘটনায় শেষ পর্যন্ত গ্রেফতার করা হয় সকল অভিযুক্তকে এবং সম্প্রতি জয়পুরের একটি আদালতে তাদেরকে পেশ করা হয়। সেখানেই অভিযুক্তদের মারধরের অভিযোগ উঠলো ক্ষুব্ধ জনতার বিরুদ্ধে।

এক্ষেত্রে এনআইএ এবং সন্ত্রাস বিরোধী স্কোয়াড দ্বারা অভিযুক্তদের কড়া নিরাপত্তার মধ্যে হাজির করা হয় আদালতে। আদালত সূত্রের খবর, শুনানি চলাকালীন এনআইএ দ্বারা সকল প্রমাণ জমা দেওয়া হয়। উল্লেখ্য, এই ঘটনায় প্রধান দুই অভিযুক্ত মহম্মদ রিয়াজ আখতারী, গাউস মহম্মদ এবং তাদের দুই সহযোগী আসিফ এবং মহাসিন। ইতিমধ্যে অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে ফুঁসছে গোটা দেশবাসী। ফলে আদালত চত্বরেও যে সমস্যার সৃষ্টি হতে পারে তা আগে থেকে আঁচ করে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নিয়ে আসা হয় তাদের। আদালতের বাইরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু তা সত্ত্বেও এড়ানো যায়নি মানুষের ক্ষোভ।

সংবাদমাধ্যম সূত্রের খবর, অপরাধীদের নিয়ে যাওয়ার সময় আদালতের বাইরে মহম্মদ রিয়াজ এবং গাউসকে ঘিরে গালিগালাজ করতে থাকে সকলে। এমনকি পুলিশের গাড়িতে তোলার সময় তাদেরকে মারধর করার অভিযোগ পর্যন্ত সামনে এসেছে। এক্ষেত্রে পুলিশের কড়া ঘেরাটোপ ভেঙে দেওয়ার পাশাপাশি আসামিদের উদ্দেশ্য করে জলের বোতল ছোড়া হয়। তাদের একটাই দাবি ভেসে আসতে থাকে এবং তা হলো, অভিযুক্তদের এনকাউন্টার করুন নয়তো তাদের ফাঁসি চাই। উল্লেখ্য, শুনানি শেষে এদিন অপরাধীদের ১০ দিনের এনআইএ হেফাজত ঘোষণা করে আদালত।

উল্লেখ্য, সম্প্রতি প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বক্তব্যকে সমর্থন করতে দেখা যায় উদয়পুরের বাসিন্দা কানাইয়া লালকে আর সেই অপরাধে তাঁকে খুন হতে হয়। এক্ষেত্রে নৃশংসভাবে খুন করার পাশাপাশি মুণ্ডচ্ছেদ পর্যন্ত করা হয়, যার পরেই অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানায় গোটা দেশবাসী। তবে শেষ পর্যন্ত অভিযুক্ত চার যুবকের কি শাস্তি হয়, সেটাই দেখার।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর