মদের ব্যবসা করছে ছেলে, শাসনের বদলে আরিয়ানের সঙ্গেই হাত মেলালেন মডার্ন বাবা শাহরুখ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বড় হয়ে চিকিৎসক, শিক্ষক হওয়ার লক্ষ্য এখন পুরনো হয়ে গিয়েছে। যুগ বদলানোর সঙ্গে সঙ্গে বদলাচ্ছে মানুষের পেশাও। তরুণ প্রজন্ম ব্যবসায় উদ্যোগী হয়ে উঠছে। একই পথে পা বাড়িয়েছেন শাহরুখ খান (Shahrukh Khan) পুত্র আরিয়ান খানও (Aryan Khan)। তিনি আবার এক কাঠি উপরে গিয়ে শুরু করেছেন মদের ব্যবসা। এবার ছেলের সাহায্য করতে তাঁর পাশে দাঁড়ালেন স্বয়ং কিং খান।

Dyavol নামে একটি লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড খুলেছেন আরিয়ান। দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে যুক্ত বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাবে তাঁর এই ব্র‍্যান্ডে। তবে সবটাই লাক্সারি। এখানে যেমন টিশার্ট, হুডি, জ‍্যাকেট পাওয়া যাবে তেমন সুরা পানের সঙ্গে যুক্ত বিভিন্ন সরঞ্জামও মিলবে।

aryan shahrukh

ভদকা বিক্রি করেই ব্যবসার সূত্রপাত করেছিলেন আরিয়ান। এবার ধীরে ধীরে ব্যবসাটা বাড়াতে চলেছেন তিনি। লাক্সারি স্ট্রিটওয়্যার আনতে চলেছেন আরিয়ান। সম্প্রতি সুখবরটা ঘোষণা করার জন্য একটি ভিডিও শেয়ার করেন তিনি। আর সেখানেই বড় চমক হিসেবে দেখা মিলল শাহরুখের। যদিও একটু ঝলকই প্রকাশ্যে এনেছেন আরিয়ানরা। তবে তাঁদের পুরো কর্মকাণ্ডটা দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।

এর আগে আরিয়ান জানিয়েছিলেন, শাহরুখ এবং গৌরি দুজনেই খুব উৎসাহ দিয়েছেন তাঁকে। তিনি বলেন, তাঁর পরিবারের সব সদস‍্যরা একটাই কথা বিশ্বাস করেন যে যার যেটা প‍্যাশন সেটাই ফলো করা উচিত। আর তিনি এগুলো নিয়েই চর্চায় থাকেন। আর এবারে শুধু ছেলেকে উৎসাহ দেওয়াই নয়, তাঁর পাশে দাঁড়াতে কোমর বেঁধে নামলেন শাহরুখ।

অবশ্য শুধু ব্যবসাই নয়, বলিউডেও আগ্রহ রয়েছে আরিয়ানের। তবে সেটা অভিনয়ে নয়, ক্যামেরার পেছনেই স্বচ্ছন্দ তিনি। শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেনমেন্টের হয়ে চিত্রনাট্য লেখার কাজও শুরু করে দিয়েছেন আরিয়ান।

X