বাংলাহান্ট ডেস্ক : কেরিয়ারের দীর্ঘ ৩৩ বছর পেরিয়ে জাতীয় পুরস্কার পেয়েছেন শাহরুখ খান (Shahrukh Khan)। অগুন্তি ছবিতে বহু চরিত্রে অভিনয় করলেও শেষমেশ ২০২৩ সালের ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেলেন তিনি। এই খবরে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত শাহরুখ (Shahrukh Khan) ভক্তরা। তবুও একটা কাঁটা খচখচ করছে অনেকের মনেই। এত ভালো ভালো ছবি কেরিয়ারে থাকতে জওয়ান ছবির জন্য পুরস্কৃত হওয়া কতটা যুক্তিযুক্ত?
শাহরুখের (Shahrukh Khan) জাতীয় পুরস্কার নিয়ে বিতর্ক
দীর্ঘ তিন দশকের কেরিয়ারে যে অভিনেতা উপহার দিয়েছেন ‘ডর’, ‘স্বদেশ’, ‘চক দে ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’ এর মতো ছবি, সেই তিনিই কিনা এর কোনোটার জন্যই পাননি জাতীয় পুরস্কার। যে ছবির জন্য শেষমেশ পেলেন তা একটি আদ্যোপান্ত কমার্শিয়াল ‘মাস’ ছবি। এটাই যেন কোথাও গিয়ে মানতে পারছেন না শাহরুখ (Shahrukh Khan) অনুরাগীরা। বিশেষ করে চর্চায় উঠে আসছে ‘স্বদেশ’, যে ছবির জন্য পুরস্কৃত না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছিলেন খোদ শাহরুখ।
ভাইরাল পুরনো সাক্ষাৎকার: ২০০৫ সালে ‘হাম তুম’ ছবির জন্য সেরা সহ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন সইফ আলি খান। সে সময়ই অন্য এক পুরস্কারের সন্ধ্যায় শাহরুখ বলেছিলেন, তিনি খুব ভালো মনের মানুষ। তাঁর সব ছবিই ভালো লাগে। সইফের হাম তুমও ভালো লেগেছে। তবে তা সত্ত্বেও তাঁর কিছুটা খারাপ লাগা রয়ে গিয়েছে। কারণ স্বদেশ ছবির জন্য তাঁরও পাওয়া উচিত ছিল।
আরও পড়ুন : আমেরিকার ‘দাদাগিরি’র পালটা চাল রাশিয়ার, পরমাণু সংঘর্ষের ইঙ্গিত! তৃতীয় বিশ্বযুদ্ধ কি অবশ্যম্ভাবী?
জওয়ান ছবিতে চমক কিং খানের: প্রসঙ্গত, জওয়ান ছবিতে অভিনয় দিয়ে দর্শকদের পরতে পরতে চমক দিয়েছিলেন শাহরুখ (Shahrukh Khan)। বিভিন্ন লুকে বদল হয়েছিল তাঁর অভিনয়ের ধরণও। বাবা ছেলের দ্বৈত চরিত্রে ঝড় তুলে দিয়েছিলেন শাহরুখ (Shahrukh Khan)। সেই ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পেলেন তিনি।
আরও পড়ুন : শুরু হতে না হতেই শেষ, মাত্র ৩ মাসেই জলসা থেকে বাদ পড়ল এই সিরিয়াল
কেরিয়ারে একটা সময় এমন এসেছিল যখন বছর কয়েকের জন্য কার্যত অদৃশ্য হয়ে গিয়েছিলেন শাহরুখ (Shahrukh Khan)। নিন্দুকরা খোঁচা দিয়েছিল, অবসরের সময় হয়ে গিয়েছে। কিন্তু কামব্যাক করে বক্স অফিসের খেলাটাই বদলে দিয়েছিলেন শাহরুখ (Shahrukh Khan)। আর এবার জাতীয় পুরস্কার উঠল তাঁর হাতে।