‘খুব শিগগিরই কলকাতায় আসছি’, মমতাকে প্রতিশ্রুতি শাহরুখের! KIFF-এর মঞ্চে থাকবেন ‘বাদশা’?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : জন্মদিন উপলক্ষে ‘ভাই’কে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন ‘দিদি’। এবার এল পালটা উত্তর। মমতা ‘দিদি’র জন্য আদুরে বার্তা পাঠালেন ‘ভাই’ শাহরুখ খান (Shahrukh Khan)। সেখানে তিনি আশ্বাস দিলেন, খুব শিগগির আসবেন কলকাতায়। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আগে কিং খানের এই বার্তায় উচ্ছ্বসিত অনুরাগীরা।

শাহরুখকে (Shahrukh Khan) শুভেচ্ছা বার্তা পাঠান মমতা

রবিবার ছিল শাহরুখের (Shahrukh Khan) জন্মদিন। সেই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ‘ভাই’কে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৬০ বছরের জন্মদিন উপলক্ষে ‘বাদশা’কে (Shahrukh Khan) শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছিলেন, ‘আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় ছায়াছবি তোমার অবদানে আরও সমৃদ্ধ হোক। তোমার চলার পথ আরও বিস্তৃত হোক’।

Shahrukh Khan replied to mamata banerjee on his birthday wish

উত্তর এল শাহরুখের থেকে: এবার শাহরুখের তরফে এল উত্তর। মুখ্যমন্ত্রীকে ‘দিদি’ সম্বোধন করে অভিনেতা লিখলেন, ‘মমতা দিদি, আপনার শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক শুভেচ্ছা। আমি শীঘ্রই কলকাতায় যাব’। শাহরুখের (Shahrukh Khan) এই আশ্বাস বাণীতে উৎফুল্ল তিলোত্তমার শাহরুখ অনুরাগীরা।

আরও পড়ুন : পর্দায় দুই স্বামীর টানাপোড়েন, বাস্তবে এখনও স্কুলের গণ্ডিই পেরোননি! বয়স কত ‘লাজু’ সাইনার?

চলচ্চিত্র উৎসবে মিলবে দেখা: সম্প্রতি ঘোষণা হয়েছে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নির্ঘন্ট। সেখানেই কি তবে দেখা মিলবে শাহরুখের (Shahrukh Khan)? এক সময় KIFF-এ উদ্ভোধনী অনুষ্ঠানে কিং খানের উপস্থিতি ছিল বাঁধাধরা। যদিও গত কয়েক বছরে তাঁর দেখা মেলেনি। এবারও তাঁর থাকার সম্ভাবনার কথা শোনা যায়নি।

আরও পড়ুন : ‘দয়া করে আর…’, শাড়ি বিতর্কে তুমুল ট্রোল, লাইভে মুখ খুললেন ঋজু

শাহরুখ অনুরাগীরা মনে করছেন, সম্ভবত নিজের আসন্ন ছবির প্রচারে শহরে আসতে পারেন তিনি। আগামীতে ‘কিং’ ছবিতে দেখা যাবে তাঁকে। নিজের জন্মদিনেই ছবির প্রথম ঝলক প্রকাশ্যে এনেছিলেন তিনি। সেখানে ধূসর চুলে শাহরুখকে দেখে অনুরাগী মহলে আলোড়ন পড়েছে। নতুন ছবিতে নতুন লুকে তাঁকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।