করনের পার্টিতে নাচানাচিই কাল হল, করোনা আক্রান্ত হলেন শাহরুখ খান!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: করোনা (Corona) ছাড়ল না বলিউডের কিং খানকেও (Shahrukh Khan)। দু বছর ধরে মারণ ভাইরাসকে এড়িয়ে যেতে পারলেও এবার আর ছাড় পেলেন না শাহরুখ। করন জোহরের পার্টি থেকে আসার কয়েকদিন পরেই করোনা আক্রান্ত হওয়ার খবর এল বলিউডের বাদশার।

করোনা আক্রান্ত হওয়া নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি কিং খান। তবে সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের খবর অনুযায়ী, বলিউডের সাম্প্রতিক করোনা আক্রান্ত তারকাদের মতো তিনিও ভাইরাসের কবলে পড়েছেন।


ইতিমধ‍্যেই কার্তিক আরিয়ান জানিয়েছেন করোনা আক্রান্ত হওয়ার কথা। ক‍্যাটরিনা কাইফও করোনা আক্রান্ত হয়েছেন বলে শোনা গিয়েছিল। সেই কারণে পরিচালক শ্রীরাম রাঘবন এর ছবি ‘মেরি ক্রিসমাস’ এর শুটিংয়ের তারিখ বদলাতে হয়। ভিকি কৌশলের সঙ্গে আবু ধাবিতেও যেতে পারেননি ক‍্যাট।

উল্লেখ‍্য, খবর বলছে করন জোহরের ৫০ তম জন্মদিনের পার্টি থেকেই নতুন করে করোনা ছড়িয়েছে বলিউডে। সেখানে এসেছিলেন শাহরুখ খান, গৌরী খান, করিনা কাপুর খান, মালাইকা অরোরা, কিয়ারা আডবানী, ক‍্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, জাহ্নবী কাপুর, কাজল, রানি মুখার্জির মতো তারকারা।

সেই পার্টির কয়েকদিন পরেই করোনা মাথাচাড়া দিয়ে উঠেছে মুম্বইতে। বলিউডি সংবাদ মাধ‍্যমের প্রতিবেদন দাবি করছে, করনের পার্টি ‘সুপার স্প্রেডার’ এর ভূমিকা পালন করেছে। অর্থাৎ এই পার্টি থেকেই দ্রুত ছড়িয়ে পড়েছে করোনা। ৫০ জনেরও বেশি অতিথি আক্রান্ত হয়েছেন বলে খবর। সূত্রের খবর, করনের পার্টিতে যারা যারাই গিয়েছিলেন তাদের মধ‍্যে বেশিরভাগ করোনা নিয়ে ফিরেছেন। কিন্তু এখন মুখে কুলুপ এঁটে রয়েছেন তারা।

যদিও করনের ঘনিষ্ঠ সূত্র সমস্ত দাবি নস‍্যাৎ করে দিয়েছে। করনের পার্টি থেকে কোনো করোনা ছড়ায়নি, দাবি সূত্রের। পরিচালক প্রযোজক নাকি এখন ‘কফি উইথ করন’ এর শুটে ব‍্যস্ত। সেখানে আরটিপিসিআর পরীক্ষা করানো হচ্ছে। অতিথিদেরও পরীক্ষা করাতে হচ্ছে। তাই অহেতুক করনের নাম টেনে আনাটা উচিত নয় বলেই দাবি তাঁর ঘনিষ্ঠ জনদের।

সম্পর্কিত খবর

X