SIR-এর বিরোধিতা করেও বিহারে কংগ্রেসের ভরাডুবি! প্রশ্ন তুললেন শাকিল আহমেদ, মমতাও করছেন একই ভুল?

Published on:

Published on:

Shakeel Ahmed raises questions against Rahul Gandhi.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই বিহারে সম্পন্ন হয়েছে বিধানসভা নির্বাচন। যার ফলাফলও সামনে এসেছে। মূলত, বিহারের এবারের নির্বাচনে রীতিমতো দাপট দেখিয়েছে NDA। বাম-কংগ্রেস-আরজেডির মহাজোট পাত্তাই পায়নি NDA-র কাছে। এদিকে, বিহারের নির্বাচনে কংগ্রেসের শোচনীয় ফলাফলের পরেই সমালোচনার সম্মুখীন হচ্ছেন রাহুল গান্ধী। ইতিমধ্যেই, কংগ্রেসের বর্ষীয়ান নেতা শাকিল আহমেদ (Shakeel Ahmad) দল ছেড়েছেন। শুধু তাই নয়, তিনি এটাও মেনে নিয়েছেন যে, বিহারে নির্বাচনের ক্ষেত্রে দলের পরিকল্পনা দুর্বল ছিল।

কী জানিয়েছেন শাকিল আহমেদ (Shakeel Ahmad):

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি সরাসরি রাহুল গান্ধীর পদক্ষেপের বিরুদ্ধেও প্রশ্ন তুলেছেন। শাকিল আহমেদ জানিয়েছেন, বিহারে নির্বাচনে আগে রাহুল গান্ধীর “ভোট চোরি যাত্রা”-তে প্রাথমিকভাবে ভোটাধিকার বঞ্চিত করার প্রতিবাদে প্রকৃত ভোটারদের পরিবর্তে দলীয় কর্মীরাই উপস্থিত ছিলেন।

Shakeel Ahmed raises questions against Rahul Gandhi.
শাকিল আহমেদ

এদিকে, বর্তমানে দেশজুড়ে চলা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন তথা SIR নিয়েও রাহুল গান্ধীর বিরোধিতাকে খারিজ করেছেন শাকিল আহমেদ। তিনি সরাসরি রাহুলের বিরুদ্ধে তোপ দেগে বলেন যদি SIR-এর মাধ্যমে বিহারে সত্যিই ৬৫ লক্ষ ভোটারের নাম কেটে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কেন অন্তত ৬৫ জনও প্রতিবাদ করেননি? এমনকি, কংগ্রেস থেকে শুরু করে আরজেডি বা বাম দলগুলির একটিও কর্মী কেন আপত্তি জানালেন না সেই প্রশ্নও তুলেছেন শাকিল আহমেদ।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণকাণ্ডে বড় সাফল্য! উমরের ঘনিষ্ঠ সহযোগী আমির রাশিদ গ্রেফতার

শাকিল আহমেদের এহেন প্রতিক্রিয়া সামনে আসার পরেই রাজনৈতিক মহলে একাংশ মনে করছেন রাহুল গান্ধী কী তাহলে অনুপ্রবেশকারীদের বিশেষত রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের সুরক্ষার জন্যই ক্রমাগত মিথ্যে প্রচার চালিয়ে যাচ্ছিলেন? এমনকি, অনেকেই আবার বিষয়টির পরিপ্রেক্ষিতে বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একই দাবিরও অবতারণা করেন। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রথম থেকেই SIR-এর বিরোধিতা চাইছেন।

আরও পড়ুন: TATP ব্যবহারের সন্দেহ দিল্লি বিস্ফোরণে, জম্মু ও কাশ্মীর থেকে আটক মহিলা চিকিৎসক প্রিয়াঙ্কা শর্মা

জানিয়ে রাখি যে, SIR-এর মূল উদ্দেশ্য হল, মৃত অথবা স্থায়ীভাবে স্থানান্তরিত, নন-ইন্ডিয়ান নাগরিক এবং অপ্রাপ্তবয়স্ক অথবা ডুপ্লিকেট ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া। আর এই বিষয়টিরই বিরোধিতা করছেন মমতা। এমনকি, এই অভিযোগও সামনে আসছে যে SIR-এর কাজে নিয়োজিত BLO-দের একাংশ তৃণমূলের কাছ থেকে মৃত, ভুয়ো অবৈধ ভোটারদের নামও তালিকায় রাখার জন্য চাপ দিচ্ছে। তবে, বিহারের ফলাফল স্পষ্ট করে দিয়েছে যে, SIR নিয়ে রাহুল গান্ধীর প্রতিবাদ আদৌ কোনও কাজে আসেনি। এমতাবস্থায়, আগামী বছরই বঙ্গের নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের SIR-এর বিরোধিতা তাদের ভোটব্যাঙ্কে ইতিবাচক প্রভাব ফেলতে পারে কিনা তা সময়ই বলবে।