বাংলা হান্ট নিউজ ডেস্ক: বাংলাদেশের ৩৪ বছর বয়সী অলরাউন্ডার সাকিব আল হাসানের আর আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। আন্তর্জাতিক ক্রিকেটে তার পরিসংখ্যানই তার হয়ে কথা বলে। বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট “বাংলাদেশ প্রিমিয়ার লিগে” খেলছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। বরিশালের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের হয়ে খেলতে গিয়ে গতকাল মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে বিশেষ কৃতিত্ব অর্জন করেছেন সাকিব। ঢাকার অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদকে প্যাভিলিয়নের পথ দেখিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ উইকেট নিয়ে ইতিহাস তৈরি করেছেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। শুধু তাই নয়, টি-টোয়েন্টি ক্রিকেটে তিনিই প্রথম বাঁহাতি বোলার যিনি ৪০০ উইকেটের গন্ডি ছুঁয়েছেন।
সাকিব গোটা বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগগুলিতে খেলে বেড়ান। তিনি তার দলের হয়ে টি টোয়েন্টি আন্তর্জাতিক ফরম্যাটে ৯৪ টি ম্যাচ খেলেছেন। ৯৩ টি ইনিংসে ১৯.৮ গড়ে ১১৭ টি উইকেট নিয়েছেন। বর্তমানে, তিনিই প্রথম বোলার যিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। শুধু তাই নয়, বর্তমানে তিনি আইসিসির সেরা অলরাউন্ডারদের তালিকায়তেও প্রথম স্থানে রয়েছেন।
এইমুহূর্তে টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার ডোয়েইন ব্র্যাভোর নামে নিবন্ধিত রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলে ৫৫৪ টি উইকেট নিয়েছেন ক্যারিবিয়ান তারকা। তারপর দুই নম্বরে উঠে আসে আফ্রিকান স্পিনার ইমরান তাহিরের নাম। তাহির এই ফরম্যাটে ৪৩৫ টি উইকেট পেয়েছেন।
এই দুই খেলোয়াড়ের পর তিন নম্বরে আরেক ক্যারিবিয়ান তারকা সুনীল নারায়ন রয়েছেন। ক্যারিবিয়ান রহস্য স্পিনারের ঝুলিতে রয়েছে ৪২৫ টি উইকেট। তারপর চার নম্বরে রয়েছেন আফগান স্পিনার রশিদ খান। আফগান স্পিনারের ঝুলিতে রয়েছে ৪২০ টি উইকেট পেয়েছেন। এরপর সবচেয়ে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে পাঁচ নম্বরে উঠে আসে সাকিব আল হাসানের নাম।