ঈদ উপলক্ষে সারপ্রাইজ গিফট দিয়ে বউকে চমকে দিলেন সাকিব আল হাসান।

Published On:

খুশির ঈদ বলে কথা! আর এমন খুশির দিনে প্রিয়জনকে গিফট দেবে না তাই কখনো হয় তার ওপর প্রিয়জন যদি হয় একজন নামকরা সেলিব্রিটি। তাইলে তো কোন কথাই নয়। এই সমস্ত খুশি দিনগুলিতে প্রিয়জনকে যে কোন উপহার দেওয়ার মধ্যে এক আলাদা অনুভূতি থাকে। অনেক সময় এমনটা হয়েছে যিনি উপহার পাচ্ছেন তার থেকেও বেশি খুশি এবং আনন্দিত হয়েছেন যিনি উপহার দিচ্ছেন তিনি নিজেই। আর এমনই ঘটনা ঘটলো বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান এবং তার স্ত্রী শিশির এর মধ্যে। তবে এক্ষেত্রে যিনি উপহার পেয়েছেন এবং যিনি উপহার দিয়েছেন দুজনেই বেশ খুশি।

বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ঈদের দিন তার বউ শিশিরকে দিলেন এক দামি উপহার। সাকিব তার বউয়ের জন্য কিনলেন দামি মার্সিডিজ বেঞ্জ গাড়ি। এই উপহার পেয়ে দারুণ খুশি হয়েছেন সাকিবের স্ত্রী শিশির। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শিশির লিখেছেন, ঈদ উপলক্ষে স্বামীর কাছ থেকে এই উপহার পেয়েছি।

ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর সেই তথ্য আইসিসিকে না জানানোর জন্য কয়েক মাস আগে ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন সাকিব আল হাসান। অক্টোবর মাসে সাকিবের এই নির্বাসনের মেয়াদ কেটে যাচ্ছে। এই মুহূর্তে ক্রিকেট থেকে দূরে নিজের পরিবারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন সাকিব। এই মুহূর্তে তিনি তার স্ত্রীকে নিয়ে সেখানেই রয়েছেন।

সম্পর্কিত খবর

X