সাকিবের কাঁকড়া ফার্মের শ্রমিকদের চার মাসের বেতন বাকি, তুমুল বিক্ষোভ ফার্ম শ্রমিকদের।

সারা বিশ্বের সাথে সাথে এই মুহূর্তে করোনা তান্ডব চলছে বাংলাদেশেও। করোনা আতঙ্কের মধ্যেই তান্ডব চলল বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাঁকড়া ফার্মে। সেই কাঁকড়া ফার্মের শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাওয়ার ফলেই এই তান্ডব বলে জানা গিয়েছে। বাংলাদেশের সংবাদ পত্র কালের কন্ঠ থেকে পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে, সাকিবের কাঁকড়া ফার্মটি অবস্থিত শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের মাসুদ মোড়ের কাছে, এইদিন এই ফার্মে কর্মীরা বিক্ষোভ দেখান কারন তাদের চার মাসের বেতন বাকি রয়েছে।

কয়েক মাস আগে ক্রিকেট থেকে বহিস্কার হওয়ার পর সাকিব পঞ্চাশ বিঘা জমির উপর একটি কাঁকড়া ফার্ম গড়ে তোলেন। সেই ফার্মের কর্মীরা গত চারমাস ধরে বেতন পাচ্ছেন না, তারা বারবার সাকিবের কাছে অভিযোগ জানিয়েও কিছু সুফল পান নি। এরফলে নিজেদের বকেয়া বেতনের দাবিতে এইদিন বিক্ষোভ দেখান তারা।

1388829540920ccaacef2b03d5df2063586b2c8d6b6b2413d3bba1097f62d9acb7145e4f9

শ্রমিকরা জানিয়েছেন এই মুহূর্তে দেশজুড়ে করোনার জন্য আমাদের রোজকার খাবার জোগাড় করা দুর্বিসহ হয়ে উঠেছে তার উপর কাজ করেও টাকা পাচ্ছি না এই ফার্ম থেকে। বারবার ফার্মের মালিক সাবিক আল হাসান কে জানানোর পরেই আমাদের বকেয়া অর্থ মেটানোর কোনো ব্যাবস্থা করা হয় নি। এর ফলে বাধ্য হয়ে আমরা বিক্ষোভের পথ বেছে নিলাম।

Udayan Biswas

সম্পর্কিত খবর