বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কেউ হয়তো কল্পনাও করতে পারেনি এরকম কিছু দেখতে হতে পারে আবার। এ যেন ঠিক এশিয়া কাপ ফাইনালের পুনরাবৃত্তি। প্রথমে কোহলি, গিল এবং শ্রেয়স আইয়ার অসাধারণ ব্যাটিং করে শ্রীলঙ্কার সামনে ৩৫৮ রানের টার্গেট রাখে। এরপর বল হাতে প্রথমে বুমরা (Jasprit Bumrah), তারপর সিরাজ (Md. Siraj) এবং তাদের দুজনকে ছাপিয়ে গিয়ে মহম্মদ শামি (Md. Shami) ধ্বংসলীলা চালান শ্রীলঙ্কা ব্যাটিংয়ের ওপর। অল্পের জন্য ভারতীয় দল (Indian Cricket Team) হাতছাড়া করে বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড।
টুর্নামেন্টের শুরুর দিকে একেবারেই তাকে সুযোগ দিচ্ছিলেন না রোহিত। কিন্তু দলে ফিরে শামি গত দুই ম্যাচে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রমাণ করে দিয়েছিলেন যে তিনি অপরিহার্য। আজও নতুন বল হাতে পাননি তিনি। কিন্তু দশম ওভারে বোলিং করতে এসে তিনি নিয়ে নিলেন পাঁচ পাঁচটি উইকেট। মাত্র ১৪ ম্যাচ খেলে হয়ে গেলেন বিশ্বকাপের ইতিহাসের ভারতের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।
আজ অবশ্য শুরুটা করেছিলেন বুমরা। ম্যাচের প্রথম বলেই ফর্মে থাকা শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিশাঙ্কাকে ড্রেসিংরুমে ফেরত পাঠিয়েছিলেন তিনি। এরপর নাটকে অবতীর্ণ হন মহম্মদ সিরাজ (৩/১৬)। নিজের প্রথম ওভারে দুটি উইকেট নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে শ্রীলঙ্কার তাদের দেওয়া টার্গেটের ধারে কাছে পৌঁছতে পারবে না।
এরপর দশম হলে বোলিং করতে এসে বাকি দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শামি। আজ মাত্র ৫ ওভার হাত ঘুরিয়ে একটি মেডেন সহযোগে ১৮ রান দিয়ে ৫ টি উইকেট নেন তিনি। মাত্র ৩ ম্যাচে ১৪ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের দৌড়েও চলে এসেছেন। এছাড়া একটি উইকেট নেন রবীন্দ্র জাদেজা, যাকে পুরো ১ ওভারও বল করতে হয়নি আজকে। ৩০৩ রানের ব্যবধানে ম্যাচে যেতে ভারত। আগামী রবিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে তাদেরকে কড়া বার্তা দিয়ে রাখল রোহিতের দল।
এর আগে ভারতের জার্সিতে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড ছিল জাহির খানের। ২৩ ম্যাচ খেলে তিনি উইকেট নিয়েছিলেন ৪৪ টি। শামি মাত্র ১৪ ম্যাচ খেলেই নিয়ে নিয়েছেন ৪৫ টি উইকেট। আশা করা হচ্ছে চলতে বিশ্বকাপে ৫০ উইকেটের গণ্ডি ছুয়ে ফেলবেন তিনি। অসাধারণ বোলিংয়ের জন্য ম্যাচের সেরা পুরস্কারও ওঠে তার হাতেই।