বাংলাহান্ট ডেস্ক: শো মাঝপথে ছেড়ে চলে গিয়েছেন রাকেশ বাপত (raqesh bapat)। প্রেমিকের শোকে এবার ‘বিগ বস ১৫’ জেতার স্বপ্ন ছাড়লেন শমিতা শেট্টিও (shamita shetty)! বিগ বসের ঘরে বেশ কিছুদিন নাকি দেখা যাবে না তাঁকে, এমনি খবরে তোলপাড় পড়েছে নেটদুনিয়ায়। রাকেশের জন্যই শমিতা শো ছেড়ে চলে গিয়েছেন বলে মনে করছেন দর্শকদের একটা বড় অংশ।
সানডে কা ওয়ার পর্বে সলমন প্রতিযোগীদের জানান, যেহেতু গত সপ্তাহে দুজন প্রতিযোগী বেরিয়ে গিয়েছেন শো থেকে তাই এ সপ্তাহে কোনো এলিমিনেশন হবে না। শমিতা অবাক হয়ে জিজ্ঞাসা করেন, দ্বিতীয় প্রতিযোগীটি কে? সলমন তখনি জানান, শারীরিক অসুস্থতার জন্য শো ছেড়ে দিয়েছেন রাকেশ। যদিও এখন তিনি অনেকটাই সুস্থ, তাও রাকেশ জানিয়েছেন তিনি আর ফিরবেন না। বাড়িতেই বিশ্রামে থাকতে চান।
সলমনের ঘোষনা শুনে হতবাক হয়ে গিয়েছিলেন শমিতা। সলমন তাঁকে মনের জোর রাখতে বলেন। তিনি বলেন, শমিতা একাই খেলতে পারবেন। অন্য কিছু না ভেবে এখন খেলাটার দিকে মনোযোগ দেওয়া উচিত তাঁর। কিন্তু সলমন বেরিয়ে যেতেই কান্নায় ভেঙে পড়েন শমিতা। একই সঙ্গে তীব্র ক্ষোভ নিয়ে বন্ধু নেহা ভাসিনকে তিনি বলেন, রাকেশের এখানে আসারই প্রয়োজন ছিল না।
শমিতার অভিযোগ, খেলা একটু কঠিন হলেই রাকেশ পালিয়ে যান। তিনি আগেই বুঝেছিলেন যে রাকেশ চলে যাবেন। কিন্তু তাঁকে একবারও বললেন না রাকেশ, এতেই ক্ষুব্ধ শমিতা। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সাম্প্রতিক রিপোর্ট, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শমিতাও শো থেকে বেরিয়ে গিয়েছেন কিছুদিনের জন্য।
এর নেপথ্যে নানান কারণ চিন্তা ভাবনা করছেন নেটিজেনরা। কারোর মতে, রাকেশকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত আনতে গিয়েছেন শমিতা। তাঁর বিশ্বাস, তিনি ঠিক রাকেশের মনের জোর বাড়াতে পারবেন। তাই শেষ চেষ্টা করে দেখছেন শমিতা। আবার অপর অংশের দাবি, সংবাদ মাধ্যমকে এড়াতেই শোয়ের বাইরে রয়েছেন শমিতা।
সোমবার শোয়ের প্রতিযোগীদের সাক্ষাৎকার নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে মিডিয়াকে। মনে করা হচ্ছে বেশিরভাগ প্রশ্নই শমিতার উদ্দেশেই আসবে। তাই কোনো রকম বিতর্ক এড়াতেই নাকি তাঁকে শোয়ের বাইরে রাখা হয়েছে বলে খবর। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছূই জানা যায়নি।