ওয়ার্নের প্রয়াণে ফিরে দেখা ‘বল অফ দ্য সেঞ্চুরি’, দ্বিতীয়বার দেখা যায়নি এমন মুহূর্ত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিশ্বের সর্বকালের সেরা লেগস্পিনার অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন গতকাল প্রয়াত হয়েছেন। তার বোলিংয়ের জাদু মুগ্ধ করেছিল গোটা বিশ্বকে। তার বল সামলানো বিশ্বের কোনও ব্যাটারের পক্ষেই সহজ ছিল না। লেগস্টাম্পের অনেক বাইরে বল ফেলে সেখান থেকে স্পিন করিয়ে ব্যাটারদের নাস্তানাবুদ করতেন তিনি। তার ডেলিভারি করা এমনই একটি বলকে শতাব্দীর সেরা বলও বলা হয়। চলুন জেনে নেওয়া যাক সেই বল সম্পর্কে।

শেন ওয়ার্ন তার পুরো কেরিয়ারে অনেক দুর্দান্ত ডেলিভারি করেছেন, কিন্তু তার কেরিয়ারে এমন একটি বিশেষ বল তিনি করেছিলেন যা অন্য কোনো স্পিনার কোনওদিন করে উঠতে পারেনি। ১৯৯৩ সালে অ্যাশেজ সিরিজে, শেন ওয়ার্ন ইংল্যান্ডের সেই সময়ের অন্যতম সেরা ব্যাটার মাইক গ্যাটিংকে একটি বল করেছিলেন, যা পুরো বিশ্বকে অবাক করেছিল, এই বলটি অনেক টার্ন নিয়ে গ্যাটিংয়ে বোল্ড করেছিল যার জন্য বলটিকে “বল অফ দ্য সেঞ্চুরি” বলা হয়।

৩ রা জুন, ১৯৯৩-তে, ওয়ার্ন ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে তার প্রথম অ্যাশেজ টেস্টের প্রথম বলেই গ্যাটিংকে বোল্ড করেন। বলটি লেগ-স্টাম্পের বাইরে পিচ করার পর চকিত টার্ন নিয়ে গ্যাটিংকে হতভম্ভ করে তার অফ-স্টাম্প উড়িয়ে দেয়। এই বল গোটা ক্রিকেট বিশ্বকে আশ্চর্য করেছিল। ওয়ার্নের কেরিয়ারের এই প্রথম অ্যাশেজ বলটিকে এখনও “বল অফ দ্য সেঞ্চুরি” বলা হয়। একই সিরিজে টেস্ট ক্রিকেটে প্রথম হ্যাটট্রিকও করেছিলেন ওয়ার্ন।

শেন ওয়ার্ন তার টেস্ট কেরিয়ারে ১৪৫ টি ম্যাচে হাত ঘুরিয়ে ৭০৮টি উইকেট নিয়েছিলেন। এছাড়া ১৯৪ টি ওয়ান ডে-তে ২৯৩টি উইকেট নিয়েছিলেন অজি লেগ-স্পিনার। টেস্ট ক্রিকেটে উইকেট নেওয়ার ক্ষেত্রে শ্রীলঙ্কার মুথাইয়া মুরালিধরনের পর দ্বিতীয় স্থানেই রয়েছেন ওয়ার্ন। এছাড়া তিনিই হলেন সেই টেস্ট ক্রিকেটার যিনি বৃহত্তম ফরম্যাটে সেঞ্চুরি ছাড়া সবচেয়ে বেশি রান করেছেন। ওয়ার্ন টেস্ট ক্রিকেটে ৩১৫৪ রান করেছিলেন।


Reetabrata Deb

সম্পর্কিত খবর