বাংলা হান্ট ডেস্কঃ টি-টোয়েন্টি ক্রিকেটকে (T-20 cricket) আরও আকর্ষণীয় এবং জমজমাট করে তোলার জন্য এক অভিনব প্রস্তাব দিল কিংবদন্তি অজি স্পিনার শেন ওয়ার্ন। শেন ওয়ার্নের মতে টি-টোয়েন্টি ক্রিকেট আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে যদি পাঁচজন বোলারকে চার ওভার করে বল না করিয়ে চারজন বোলার কে দিয়ে পাঁচ ওভার করে বল করানো হয়। এরফলে ব্যাট এবং বলের মধ্যে লড়াইটা আরও বেশি জমবে।
রবিবার অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় হঠাৎ শেন ওয়ার্ন বলে উঠেন, যদি পাঁচজন বোলারের বদলে চার জন বোলারকে দিয়ে পাঁচ ওভার করে বল করানো হয় তাহলে টি-টোয়েন্টি ক্রিকেট আরোও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে। এর পেছনে শেন ওয়ার্নের যুক্তি যদি চারজন বোলার দিয়ে পাঁচ ওভার করে বল করানো হয় তাহলে সেক্ষেত্রে দলের সেরা বোলাররা আরও বেশি করে বল করার সুযোগ পাবেন। এতে ব্যাট এবং বলে লড়াই আরও জমে উঠবে।
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের শুরুতেও অজি ব্যাটসম্যানদের চাপে ফেলে দেয় ইংল্যান্ডের পেস জুটি জোফ্রা আর্চার এবং মার্ক উড। দুজনেই এই ম্যাচে 150 কিলোমিটার বেগে ঝড় করছিলেন। আর এই দুই বোলারের উদাহরণ টেনে শেন ওয়ার্ন বলেন যখন কোন দলে এই রকম দুজন দুর্দান্ত পেসার থাকে তখন অধিনায়ক চাইবেন এই দুই বোলারকে দিয়েই প্রথম দিকে আরও এক ওভার করে বেশি করিয়ে নিতে। কিন্তু যেহেতু তাদের কোটায় মাত্র চার ওভার করে থাকে তাই তাদেরকে দিয়ে শুরুর দিকে আর বেশি বল করানো যায় না। তাই যদি প্রত্যেক বোলারের কোটায় পাঁচ ওভার করে পাওয়া যায় তাহলে দলের সেরা বোলাররা আরও বেশি করে বোলিং করতে পারবে এবং ব্যাটে বলের লড়াই আরো জমজমাট হয়ে ওঠবে।