বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) ভারতীয় দলের (Team India) জার্সিতে টি-টোয়েন্টি ফরম্যাটে একজন ব্যাটার হিসেবে খুব একটা সফল নন। তার যে সুনাম রয়েছে ফিনিশার হিসেবে সেটি তৈরি হয়েছে মূলত ওডিআই ফরম্যাটে তার বিশ্বমানের এবং ধারাবাহিক পারফরম্যান্সের কারণে। কিন্তু টি-টোয়েন্টিতে নীল জার্সিতে তিনি কখনোই ধারাবাহিকভাবে উঁচু মানের পারফরম্যান্স করে যেতে পারেননি।
তারমানে অবশ্য এমনটা নয় যে মহেন্দ্র সিংহ ধোনির টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যর্থ। আইপিএলে একজন ব্যাটার হিসেবে ধোনির রেকর্ড যথেষ্ট ঈর্ষণীয়। বিশেষ করে হলুদ জার্সিতে শেষ ওভারে তার যা রেকর্ড, সেটার ধারে কাছেও আসেন না অন্য কোনও ফিনিশার। দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে তার স্ট্রাইক রেট মাত্র ১২৬.১ যা একজন ফিনিশার হিসেবে একেবারেই চমকপ্রদ নয়। আইপিএলে সেই স্ট্রাইক রেট হয়ে যায় ১৪০-এর কাছাকাছি। বহুবার ম্যাচ টেনে নিয়ে গিয়ে শেষ ওভারে ম্যাচ জিতিয়েছেন ধোনি। তার এই নীতি নিয়ে যতটা প্রশংসা তিনি পেয়েছেন ঠিক ততটাই সমালোচনাও সহ্য করতে হয়েছে তাকে।
এবার ধোনির এই শেষ ওভার অবধি খেলা টেনে নিয়ে যাওয়ার নীতিটি নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন চেন্নাই সুপার কিংস ওপেনার শেন ওয়াটসন। চেন্নাই সুপার কিংস ভক্তরা তাকে চিরদিন মনে রাখবেন। ২০১৮ সালে সানরাইজার্স হায়দারাবাদের বিরুদ্ধে ফাইনালে একটি অসাধারণ শতরান করে চেন্নাইকে তাদের চতুর্থ আইপিএল ট্রফির জেতাতে বড় ভূমিকা পালন করেছিলেন ওয়াটসন। এবার এই অজি অলরাউন্ডার ধোনির এই বিশেষ নীতি নিয়ে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন।
একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলা এই তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার বলেছেন, “অস্ট্রেলিয়ায় একজন ক্রিকেটার হিসাবে বেড়ে ওঠার সময় আমাদের শেখানো হয়েছিল যে খেলাটি আগে শেষ করার জন্য আপনি যা করতে পারবেন, তাই করবেন। যদি খুব প্রয়োজন না পড়ে তাহলে ম্যাচটি শেষ ওভার অবধি টেনে নিয়ে যাবেন না।”
ওয়াটসন আরও বলেছেন, “কিন্তু ধোনির মত হলো, ‘আমি ম্যাচটাকে শেষ ওভার অবধি নিয়ে যাব, কারণ বোলারের উপর তখন অনেক বেশি চাপ থাকবে। তাই খেলা যত গভীরে যাবে, তার ভুল করার সম্ভাবনা তত বেশি থাকবে।’ ধোনি এটি ধারাবাহিকভাবে করেছে কিন্তু অস্ট্রেলিয়ায় সম্পূর্ণ একটি ভিন্ন পদ্ধতি মানা হয়, যা আমাদেরকেও ছোট থেকেই শেখানো হয়েছে।”