বিশ্বের সেরা ৫ বোলার বাছলেন শেন ওয়াটসন, লিস্টে শুধুমাত্র একজন ভারতীয়ই পেলেন স্থান

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: টি টোয়েন্টি ক্রিকেট বরাবরই ব্যাটসম্যানদের ফরম্যাট হিসেবে বিবেচিত হয়ে এসেছে। তবে কখনও কখনও এমন কিছ বোলারও উঠে আসেন যারা এই ফরম্যাটে একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। প্রতিটি দলেই কিছু এমন বোলার থাকে যারা টি টোয়েন্টিতেও নিজেদের পারফরম্যান্সের মধ্যে দিয়ে সকলের মনে ছাপ রেখে যান। অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন এরকমই বিশ্বের সেরা ৫ টি-টোয়েন্টি বোলারকে বেছে নিয়েছেন, যেখানে তিনি শুধুমাত্র একজন ভারতীয়কে জায়গা দিয়েছেন।

ওয়াটসন তার সেরা যে ৫ জন টি-টোয়েন্টি বোলারকে বেছে নিয়েছেন তাতে অবশ্য খুব বেশি চমক নেই। স্বাভাবিকভাবেই এই তালিকায় শ্রীলঙ্কার কিংবদন্তি বোলার লাসিথ মালিঙ্গাকে এক নম্বরে জায়গা দিয়েছেন তিনি। মালিঙ্গা টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সফল বোলার এবং তার ইয়র্কার বড় বড় ব্যাটসম্যানদেরও বিপাকে ফেলে দিত। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদিকে তালিকায় ২ নম্বরে রেখেছেন ওয়াটসন। ওয়াটসন বিশ্বাস করেন যে আফ্রিদি যেকোনো পরিস্থিতিতে বল হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন।

এই তালিকায় মাত্র একজন ভারতীয় বোলারকে জায়গা দিয়েছেন ওয়াটসন। সেই বোলার আর কেউ নন তিনি হলেন যশপ্রিত বুমরা। বুমরা তিন ফরম্যাটেই ভারতীয় ফাস্ট বোলিংয়ের মূল শক্তি এবং তার কারণে ভারত টি-টোয়েন্টি ফরম্যাট সহ সমস্ত ফরম্যাটেই প্রচুর সাফল্য পেয়েছে। নিজের আইডল মালিঙ্গার মতোই বুমরার মারাত্মক ইয়র্কারের সামনে বড় বড় ব্যাটসম্যানদের সমস্যায় পড়তে হয়।

 

এই তালিকায় ওয়েস্ট ইন্ডিজের দুই বোলারকেও জায়গা দিয়েছেন ওয়াটসন। চার নম্বরে ডোয়াইন ব্রাভোকে জায়গা দিয়েছেন তিনি। এই তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন সুনীল নারায়ণ। ব্রাভো তার ডেথ বোলিংয়ের জন্য বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় হয়েছেন। ডেথ ওভারে তার স্লোয়ার বল খেলতে পারা খুবই কঠিন। অন্যদিকে নারায়ণের স্পিন বোলিংয়ের প্রশংসা যত করা যায় ততই কম। আজকের যুগেও দীর্ঘদিন ধরে নিজের রহস্য বজায় রেখে এসেছেন তিনি।

সম্পর্কিত খবর

X