বাংলা হান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) নয়া মোড়। ফের একবার শিক্ষক কেলেঙ্কারিতে নাম জড়ালো টলিপাড়ার। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের (Trinamool Congress) রাজ্য সভানেত্রী তথা জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষকে (Sayoni ghosh) তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সূত্রের খবর, শুক্রবার তাঁর ডাক পড়েছে সিজিও কমপ্লেক্সে। সেদিনই দিতে হবে হাজিরা।
এরপরই বিস্ফোরক দাবি করলেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পান্ডা। এদিন শঙ্কুদেব বলেন, ‘শিবলিঙ্গের উপরে কনডম পরিয়ে ছিলেন তিনি। আমি জানতে চাই আপনার সঙ্গে কুন্তলের কি সম্পর্ক? কেন এত আর্থিক লেনদেন সরাসরি হয়েছে,আপনার একাউন্টে? ত্রিপুরাতে কুন্তলকে নিয়েই নির্বাচনের প্রচারে গিয়েছিলেন। আপনাদের ব্যক্তিগত খরচও তো নাকি কুন্তল চালায়! এই সমস্ত বিষয়ে এবার প্রকাশ্যে উত্তর দিন।’
শঙ্কু আরও বলেন, ‘বড় বড় কথা বলবার সময় তো প্রত্যেকদিন আপনাকে দেখা যায়। কোন ধরনের অভিনয় করছেন? বাংলার যুব সমাজের চোখের জলের কাছে এ অভিনয় কিছুই নয়। যাদের মেধা নিয়ে আপনারা ছেলে খেলা করেছেন সেই মেধার উত্তর দেওয়ার জন্য এবার তৈরি থাকুন। আপনাদের বিরুদ্ধে লড়াই আমাদের চলবে।’
এরপরই সরাসরি তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে তোপ দেগে বিজেপির মুখপাত্র বলেন, ‘সায়নী ঘোষের বিরুদ্ধে জিরো টলারেন্স পালা পার্টি কখন ব্যবস্থা নেবে? যুব সমাজের ভবিষ্যৎ সব চুরি করেছেন। সায়নী ঘোষের অবিলম্বে পদত্যাগ করা উচিত।’
শঙ্কুদেবের তোপ থেকে বাদ যায়নি কেন্দ্রীয় সংস্থা ইডিও। তিনি বলেন, ‘ইডি যদি সায়নী ঘোষকে ডেকে দই মিষ্টি খাইয়ে ছেড়ে দেয় তাহলে আমরা ইডির বিরুদ্ধে এবার আন্দোলনে নামব। এখানে যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, আর ওদিকে একদল লোক ইডি অফিসে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে, তা হতে দেওয়া যাবে না। আমরা এর শেষ দেখে ছাড়বো।’
নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলীর তৃণমূল যুবনেতা (বর্তমানে বহিষ্কৃত) কুন্তল ঘোষের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে সায়নীকে তলব করা হয়েছে। প্রসঙ্গত, কুন্তলের সম্পত্তির তদন্ত করতে গিয়েই সায়নীর নাম সামনে আসে। লেনদেন এমনকি সম্পত্তি কেনাবেচাতেও সায়নীর নাম উঠে এসেছে বলে গোয়েন্দা সংস্থা সূত্রে খবর। এই সমস্ত বিষয়ে বিশদে জানতেই সায়নীকে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার অভিনেত্রী তথা তৃণমূল নেত্রীকে তলবের নোটিস পাঠিয়েছে ইডি।