বাংলা হান্ট ডেস্কঃ সোমবার, দিল্লিতে All India Matua Mahasangha (AIMMS)-এর প্রতিনিধি দলকে সাথে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিশেষ বৈঠক সারলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। CAA বাস্তবায়নের পর এবার মতুয়া সমাজের ঐতিহ্য ও দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন তিনি। এই বৈঠকে একগুচ্ছ প্রস্তাব পেশ করা হয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে।
CAA, অপারেশন মহাদেব ও অপারেশন সিঁদুর নিয়ে অভিনন্দন জানাল AIMMS:
বৈঠকের শুরুতেই CAA কার্যকর করায় কেন্দ্রকে ধন্যবাদ জানান AIMMS প্রতিনিধিদল ও শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। তাঁরা জানান, এই আইন বহু উদ্বাস্তু মতুয়াদের নাগরিকত্ব পাওয়ার আশ্বাস দিয়েছে। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীর সাম্প্রতিক জঙ্গি-বিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’ ও ‘অপারেশন মহাদেব’-এর সাফল্য নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীকে (Amit Shah) অভিনন্দন জানান তাঁরা।
আজ দিল্লিতে @aimms_org এর প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে, মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী @AmitShah জীর সঙ্গে বৈঠক হয়েছে।
মন্ত্রী জীর বিভিন্ন নির্দেশনা গ্রহণ সহ বর্তমান সময়ে উদ্বাস্তুদের নাগরিকত্ব প্রসঙ্গ ও সামাজিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে। #AIMMS pic.twitter.com/5ZHNgUGjPO
— Shantanu Thakur (@Shantanu_bjp) August 4, 2025
CAA কার্যকর হওয়ায় শুভেচ্ছাবার্তা: ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) অবশেষে কার্যকর হয়েছে। AIMMS-এর দাবি, এই আইন শুধু একটা প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা এক ঐতিহাসিক দায়বদ্ধতার প্রতিফলন। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, শিখ প্রভৃতি নাগরিকদের নাগরিকত্ব পাওয়ার পথ সুগম হওয়ায় তাঁরা কেন্দ্রের প্রতি কৃতজ্ঞ।
আরও পড়ুন: “সত্যের জয় হয়েছে”, শাহজাহানের বিরুদ্ধে CBI তদন্তের নির্দেশ বহালের প্রসঙ্গে কী জানালেন শুভেন্দু?
‘অপারেশন সিঁদুর’ সফল, সেনা বাহিনীকে কুর্নিশ: সম্প্রতি সীমান্তে জঙ্গি দমন ও সুরক্ষা নিশ্চিত করতে পরিচালিত অপারেশন সিঁদুরের সফল সমাপ্তি AIMMS অত্যন্ত গর্বের সঙ্গে স্বীকার করেছে। এই অপারেশন কেবলমাত্র সামরিক সাফল্য নয়, এটা দেশের নিরাপত্তার ক্ষেত্রে এক নতুন দিশা বলে দাবি সংগঠনের।
‘অপারেশন মহাদেব’ ঘিরে আবেগ: কাশ্মীর সীমান্তে ভারতের জঙ্গি দমন অভিযানের আর এক নাম ‘অপারেশন মহাদেব’। AIMMS জানায়, এই অপারেশন ভারতীয় সেনার পরিকল্পনা ও সাহসের এক অনন্য নিদর্শন। সংগঠন মনে করে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থার ভিত যে কতটা মজবুত, তা আরও একবার প্রমাণ হল।
লিটল আন্দামান হোক ‘গুরুচাঁদ দ্বীপ’: প্রেস রিলিজে সবচেয়ে চমকপ্রদ প্রস্তাব ছিল লিটল আন্দামান দ্বীপের নাম বদলে ‘শ্রী হরি গুরুচাঁদ ঠাকুর দ্বীপ’ রাখার আহ্বান। মতুয়া সম্প্রদায়ের এই সমাজসংস্কারকের অবদান স্মরণ করে AIMMS জানায়, “এটাই হবে প্রকৃত জাতীয় সম্মান।”
পি.আর. ঠাকুরের জন্য ভারতরত্ন চাওয়া: শ্রী পি.আর. ঠাকুর মতুয়া মহাসঙ্ঘের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী নেতাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘ভারতরত্ন’-তে ভূষিত করার দাবি জানিয়েছে AIMMS। সংগঠনের মতে, যাঁর নেতৃত্বে একটি সমাজ শিক্ষিত ও সংগঠিত হয়েছে, তাঁকে আজও উপেক্ষা করা অনুচিত।