বাংলা হান্ট ডেস্ক : মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ দু সপ্তাহ কেটে গেলেও এখনও সেই রাজ্যে মুখ্যমন্ত্রী পদ নিয়ে চরম অচলাবস্থা অব্যাহত, কারা সরকার গঠন করবে? এই প্রশ্নের উত্তর দিতে কার্যত ব্যর্থ প্রতিটি দল৷ যদিও শিবসেনার একটাই দাবি আড়াই আড়াই বছরের মুখ্যমন্ত্রীত্ব পদ৷ কিন্তু সেই দাবিতে নারাজ বিজেপি৷ যেহেতু বিজেপির আসন সংখ্যা নির্বাচনে বেশি তাই একাই মহারাষ্ট্রে সরকার গঠন করতে চাইছে দেবেন্দ্র ফড়নবীশের দল৷
ইতিমধ্যেই এক বিজেপি নেতার তরফে 7 নভেম্বরের মধ্যে সরকার গঠন না হলে মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা হয়েছিল৷ তবে হাতে আর মাত্র দুই দিন এরই মধ্যে সরকার গঠন না করতে পারলে বিজেপি নেতার আশঙ্কাই সত্যি হবে৷ রাজ্যের এহেন অবস্থার মধ্যে ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টির নেতা শরদ পাওয়ারের বাড়িতে গিয়ে দেখা করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত৷ হাতে মাত্র 72 ঘন্টা৷ এরমধ্যে সরকার গঠন আবশ্যক৷ কাপণ পুরানো সরকারের মেয়াদ উত্তীর্ণ হবে শনিবারই৷
তাই বৈঠক শেষে সাংবাদিকদের সামনে সাক্ষাতকারে 78 বছর বয়সী প্রবীন নেতা শরদ পাওয়ার বিজেপি ও শিবসেনা জোট নিয়ে ভূয়সী প্রশংসা করে রাজ্যের অচলাবস্থা কাটাতে বিজেপির সঙ্গে সরকার গঠনের উপদেশ দিলেন শরদ৷ একইসঙ্গে শরদের দল যে আবারও বিরোধী আসনে বসবে সে কথাও বলেন৷
অন্যদিকে দেবেন্দ্র ফড়নবীশকে আবারও মুখ্যমন্ত্রী করা নিয়ে কড়া অবস্থানে রয়েছে বিজেপি, যদিও বিজেপির পক্ষে একা সরকার গঠন কতটা সম্ভব হবে তা প্রশ্নের বিষয়৷ অন্যদিকে আবার শিবসেনা বিরোধীদের সমর্থন নিয়ে সরকার গঠনের কথা জানিয়েছে৷ যদিও তা কতটা সম্ভব হবে তাও চিন্তার বিষয়৷