অভিনয় জগৎ থেকে হঠাৎ হারিয়ে গেলেন শর্বানী, কেমন আছেন ‘বর্ডার অভিনেত্রী?

Published On:

বাংলা হান্ট ডেস্ক : অল্প বয়সেই তিনি পা রেখেছিলেন বলিউড (Bollywood) দুনিয়ায়। শিশু শিল্পী হিসেবে ঘটেছিল তাঁর আত্মপ্রকাশ। স্ক্রিন শেয়ার করেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা সুনীল শেট্টির সঙ্গে। তিনি অভিনেত্রী শর্বানী মুখোপাধ্যায় (Sharbani Mukherjee)। প্রায় ২৫ বছর বয়স হল সেই ছবির। বর্তমানে আর অভিনয় জগতে দেখায় যাচ্ছেনা এই অভিনেত্রীকে।

সালটা ১৯৯৭। বক্স অফিসে মুক্তি পেয়েছিলো জেপি দত্তের পরিচালিত ছবি ‘বর্ডার’। ছবিতে অভিনয় করেছেন সুনীল শেট্টি, সানি দেওল, অক্ষয় খান্না, পূজা ভাট সহ আরও অনেকেই। ছবিতে সুনীল শেট্টির স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছেন শর্বানী মুখোপাধ্যায়। কিন্তু এরপর আর তাঁকে দেখায় যায়নি।

অভিনেত্রীর অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। তবে তারচেয়েও বেশি নজর কেড়েছিল অভিনেত্রীর কটা চোখ। যদিও এই প্রথম নয়। ‘হায়ওয়ান’ ছবির হাত ধরে শিশুশিল্পী হিসেবে বলিউডে অভিষেক করেন তিনি। তবে জনপ্রিয়তা পান ‘বর্ডার’ ছবিতে অভিনয় করে।

Sharbani Mukherjee

তবে জানেন কি? বলিউড জগতের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত এই অভিনেত্রী। তিনি নাকি কাজল এবং রানি মুখোপাধ্যায়ের কাকার মেয়ে। অন্যদিকে অশোক কুমার-কিশোর কুমারের বোন সতীরানি দেবী সম্পর্কে অভিনেত্রী শর্বানীর দিদা। এমনকি পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের দিদি এই অভিনেত্রী।

Sharbani Mukherjee

তবে বলিউডে অভিনয় না করলেও ভোজপুরি এবং মালয়ালম ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি পাকিস্তানী গান ‘ঘর আজা সোনিয়া’য় অভিনয় করেন তিনি। কুড়িয়েছিলেন প্রচুর প্রশংসা। তবে বর্তমানে অনেকটাই বয়স হয়েছে এই অভিনেত্রীর। নিজেকে লাইমলাইট থেকে রেখেছে দূরে। তবে প্রতি বছর দুর্গাপুজো উপলক্ষ্যে পরিবারের সঙ্গে আনন্দ করতে দেখা যায় তাঁকে।

সম্পর্কিত খবর

X