বাংলা হান্ট ডেস্ক : মোদী সরকারের দ্বিতীয় জমানায়আস্তে আস্তে আর্থিক দুর্বলতা কাটাচ্ছে ভারত৷ বৃহস্পতিবার সকালে শেয়ার মার্কেট খুলতে না খুলতেই সেনসেক্স পৌঁছল 358 তে, নতুন ইন্টাডে 40,606 এ পৌঁছেছে যদিও মাত্র এক মাসের ব্যবধানে নিফটি বেড়ে হয়েছে 12000, মাত্র কয়েক মাস আগেই ভারতের শেয়ার বাজারে ধস নেমেছিল কিন্তু আবারও তা প্রত্যাবর্তন করতে শুরু করেছে৷ আইসিআইসিআই ব্যাংক ইন দাস ব্যাঙ্ক কোটাক ব্যাংক আর বি এল ব্যাঙ্ক এইচডিএফসি এবং অ্যাক্সিস ব্যাঙ্কের নিফটি ইনডেক্স 1 শতাংশ বেড়ে গিয়েছে৷
অন্য দিকে ইনফোসিসের শেয়ার বেড়ে গিয়েছে 2.4 শতাংশ৷ তাই ইনফোসিসের তরফ থেকে কর্মীদের সম্প্রতি পরিস্থিতির ওপর নির্ভর করে কাজে মনোনিবেশ করার পরামর্শ দেওয়া হয়েছে৷ অন্য দিকে টাটা মোটর্স হুল এর সেনসেক্স প্যাক বেড়ে গিয়েছে৷ তবে হঠাত্ করে শেয়ার বাজার পারদ চড়ার পিছনে কর্পোরেট করের হার কমানো, এবং অর্থনৈতিক ক্ষেত্রে আরও বিশেষ কয়েকটি মোদী সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপকেই প্রাধান্য দেওয়া হয়েছে৷
আর এ প্রসঙ্গে বলতে গিয়ে জিও জিত ফিন্যান্সিয়াল সার্ভিসেসের গবেষণা প্রধান বিনোদ নায়ার বলেছেন বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের প্রভাব ভারতীয় অর্থনীতির উপরে পড়লেও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বিশেষ কয়েকটি পদক্ষেপের জন্য শেয়ার মার্কেটের হাল ফিরছে, দেশের অর্থনৈতিক দুর্দশা কাটিয়ে ওঠার একটা আশা দেখা দিয়েছে, পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীদের বাজারে টিকে থাকার নতুন সম্ভাবনা দেখা দিয়েছে৷
উল্লেখ্য গত মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন রিয়েল এস্টেট খাতের সমস্যাগুলি সমাধানের জন্য রিজার্ভ ব্যাংক এবং কেন্দ্রীয় সরকারের চেষ্টার কথা জানিয়েছিলেন৷ পাশাপাশি রিয়েল এস্টেটের সমস্যাগুলির সমাধান করতে পারলে সিমেন্ট ও ইস্পাতের মতো শিল্পগুলি লাভবান হবে এমনটাও বলেছিলেন তিনি৷