শীতঘুম কাটিয়ে এবার ঝোড়ো ব্যাটিং SBI-এর শেয়ারের! বিনিয়োগকারীরা হলেন মালামাল

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) উত্থান-পতনের রেশ চলতেই থাকে। কিন্তু, তারই মাঝে কিছু কিছু শেয়ার আকৃষ্ট করে বিনিয়োগকারীদের। ঠিক সেইরকমই হল SBI (State Bank Of India)-র শেয়ার। বর্তমানে এই শেয়ার “অল টাইম হাই” স্পর্শ করেছে। বৃহস্পতিবার এই শেয়ারে ২ শতাংশেরও বেশি বৃদ্ধি দেখা গেছে। শেয়ারটি ইন্ট্রাডে-তে ৭৬১.৩৫ টাকার স্তরে পৌঁছে যায়। এর পাশাপাশি, ওই ব্যাঙ্কের মার্কেট ক্যাপ ৬.৭৭ লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য যে, গত বুধবার এই শেয়ারটি ৭৪৩.৩৫ টাকায় বন্ধ হয়েছিল। BSE-তে SBI-র মোট ৪.১৮ লক্ষ শেয়ার লেনদেন হয়েছে।

দেড় মাসে শেয়ার ১৮ শতাংশ বেড়েছে: জানিয়ে রাখি, SBI-এর শেয়ার গত ৫ দিন, ১০ দিন, ২০ দিন, ৫০ দিন, ১০০ দিন এবং ২০০ দিনের মুভিং এভারেজের ওপরে ট্রেড করছে। আমরা যদি এই শেয়ারের গত এক বছরের পারফরম্যান্সের দিকে তাকাই সেক্ষেত্রে এটি ৩৯.৭৫ শতাংশ রিকভারি করেছে। এর মধ্যে ২০২৪ সালের দেড় মাসে শেয়ারটি ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তার মানে গত বছর শেয়ারটি তার বিনিয়োগকারীদের নর্মাল রিটার্ন দিয়েছে। কিন্তু, আমরা যদি ২০২৩ সালের সেপ্টেম্বরের আগের ডেটা দেখি, সেক্ষেত্রে এই শেয়ারে বৃদ্ধি ঘটেছে মাত্র ৫ শতাংশ। সেপ্টেম্বর থেকে এটি বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। জানিয়ে রাখি যে, Axis Securities SBI-এর ওপর ৮০০ টাকার টার্গেট নির্ধারণ করেছে।

Shares of SBI hit all-time high

সেপ্টেম্বরে শেয়ারটি ছিল ৬০০ টাকায়: প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে এই শেয়ারের লেনদেন হয়েছিল ৬০০ টাকার কাছাকাছি। সেই সময়ে, এই শেয়ার বিনিয়োগকারীদের কিছুটা হতাশা করেছিল। কারণ গত এক বছরে, কানাড়া ব্যাঙ্কের শেয়ার বিনিয়োগকারীদের প্রায় ৪২ শতাংশ রিটার্ন দিয়েছে। পাশাপাশি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৮৯ শতাংশ রিটার্ন দিতে সফল হয়েছে। রিটার্নের নিরিখে SBI এই দুই ব্যাঙ্কের চেয়ে অনেক পিছিয়ে ছিল। কিন্তু এখন বিষয়টা পাল্টে গিয়েছে।

আরও পড়ুন: IPL-এর আগেই প্রবল সঙ্কটে Dream11! নেই ভাড়া দেওয়ার টাকাও, ক্রমশ বাড়ছে আইনি ঝামেলা

বিদেশি বিনিয়োগকারীদের আস্থা: ভারতীয় অর্থনীতিতে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির প্রভাব শেয়ার মার্কেটে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সাম্প্রতিক অতীতে, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা (FII) ভারতীয় শেয়ার বাজারে বিপুল বিনিয়োগ করেছে। এর প্রভাব শীর্ষ কোম্পানিগুলির শেয়ারেও দেখা যাচ্ছে। এর ফলে শেয়ার হোল্ডিং প্যাটার্নও ইতিবাচক থাকে।

আরও পড়ুন: টেস্ট অভিষেকে নজর কাড়ল সরফরাজের জার্সি নম্বর! “৯৭” সংখ্যায় লুকিয়ে বড় রহস্য, জানলে বাড়বে শ্রদ্ধা

ত্রৈমাসিক ফলাফলে NPA কমেছে: ২০২৩ সালের ডিসেম্বরের শেষের দিকে ফলাফল প্রকাশ করার সময়ে SBI শেয়ার বাজারের তথ্যে জানিয়েছিল যে, ব্যাঙ্কটির NPA মোট ঋণের ২.৪২ শতাংশে নেমে এসেছে। এক বছর আগে এটি ছিল ৩.১৪ শতাংশ। এদিকে, নেট NPA তৃতীয় ত্রৈমাসিকের শেষে হ্রাস পেয়েছে এবং ০.৬৪ শতাংশে পরিণত হয়েছে। যা আগে ০.৭৭ শতাংশ ছিল। পাশাপাশি, ২০২৩-এর ডিসেম্বর ত্রৈমাসিকে ব্যাঙ্কের মুনাফা ২৯ শতাংশ কমে ১১,০৬৪ কোটি টাকা হয়েছে। গত অর্থবর্ষের একই ত্রৈমাসিকে এটি ছিল ১৫,৪৭৭ কোটি টাকা। তবে, ওই সময়ের মধ্যে SBI-এর মোট আয় বেড়ে দাঁড়িয়েছে ১,৫৩,০৭২ কোটি টাকা। যা আগে ছিল ১,২৭,২১৯ কোটি টাকা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর