বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) সঠিকভাবে বিনিয়োগ করলে লাভবান হওয়া যায়। কারণ, সেখানে এমন অনেক শেয়ার রয়েছে যেগুলি বিনিয়োগকারীদের রীতিমতো ধনী করে দিতে পারে। শুধু তাই নয়, বর্তমানে বাজারে অস্থিরতা থাকা সত্বেও, এই শেয়ারগুলি বিনিয়োগকারীদের বাম্পার রিটার্ন দিয়েছে। এদিকে, রতন টাটার (Ratan Tata) একটি কোম্পানির এমনই এক লাভজনক শেয়ার রয়েছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টাটা গ্রুপের (Tata Group) কোম্পানি টাটা স্টিলের (Tata Steel) শেয়ার বিনিয়োগকারীদের ধনী করেছে। ওই শেয়ারটিতে লাগাতার বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই এই শেয়ার তার রেকর্ড হাই পর্যায়ে পৌঁছেছে। এমতাবস্থায়, স্বাভাবিকভাবেই এই শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে। এদিকে, আজকেও টাটা স্টিলের শেয়ার, ৩ শতাংশেরও বেশি বেড়েছে। আজ অর্থাৎ শনিবার বিশেষ ট্রেডিং সেশন চলাকালীন, টাটা স্টিলের শেয়ার BSE-তে ১৫৬.১০ টাকার স্তরে পৌঁছে যায়। যদিও, শেয়ারটি আজ ১৫৫.৩৫ টাকার স্তরে বন্ধ হয়েছে।
শেয়ার কেনার ব্যস্ততা: এদিকে, টাটা স্টিলের শেয়ার কেনার জন্য রয়েছে চরম ব্যস্ততাও। গত শুক্রবার টাটা স্টিলের শেয়ার ৬ শতাংশের বেশি বেড়েছে। পাশাপাশি, কোম্পানির মার্কেট ক্যাপ দাঁড়িয়েছে ১,৯০,০৬০ কোটি টাকায়। এদিকে, আগামী সময়ে এই শেয়ারের দাম আরও বাড়তে পারে বলে আশাবাদী বিনিয়োগকারীরা। বিশেষজ্ঞদের মতে, টাটা স্টিলের শেয়ারে বৃদ্ধি দেখা যাচ্ছে। এমনকি, এই শেয়ারে আরও উত্থান ঘটতে পারে।
আরও পড়ুন: ফের চমক রেলের! বাংলায় এন্ট্রি নিল গেরুয়া বন্দে ভারত, এই রুটে শুরু হবে পরিষেবা, কি জানাল রেল?
মালামাল হয়েছেন বিনিয়োগকারীরা: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, টাটা স্টিলের শেয়ার গত ৫ দিনে ৭ শতাংশের বেশি বেড়েছে। পাশাপাশি, গত ১ মাসে এই শেয়ার বৃদ্ধি পেয়েছে ৯.৭৫ শতাংশের বেশি। এদিকে, আমরা যদি গত ৬ মাসের কথা বলি সেক্ষেত্রে, টাটা স্টিলের শেয়ার বিনিয়োগকারীদের ১৭ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। পাশাপাশি, যাঁরা এই শেয়ার ১ বছর আগে বিনিয়োগ করেছেন তাঁরা ৪৫ শতাংশের বেশি রিটার্ন পেয়েছেন। এছাড়াও, গত ৫ বছরে টাটা স্টিলের শেয়ার বিনিয়োগকারীদের ২০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে যেকোনো শেয়ারে বিনিয়োগ করার আগে অবশ্যই আর্থিক উপদেষ্টার সাথে কথা বলুন। নাহলে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন।