বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে (Share Market) নিয়মিতভাবে বিনিয়োগ করেন বিপুলসংখ্যক মানুষ। এমতাবস্থায়, কিছু কিছু শেয়ার তাদের দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে আকৃষ্ট করে বিনিয়োগকারীদের। সেই রেশ বজায় রেখেই RailTel Corporation of India-এর শেয়ার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। গত বুধবার ট্রেডিংয়ের সময়ে রেলওয়ের সাথে সম্পর্কিত এই কোম্পানির শেয়ার ইন্ট্রাডেতে ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৮৫.২৬ টাকায় পৌঁছে গিয়েছিল।
মূলত, এই শেয়ারের এহেন ঊর্ধ্বগতির পেছনে একটি বড় অর্ডার রয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী, RailTel Corporation of India প্রসার ভারতী ব্রডকাস্টিং থেকে OTT প্ল্যাটফর্মের জন্য একটি অর্ডার পেয়েছে। এরপর থেকেই সংস্থার শেয়ারে ব্যাপক লেনদেন হয়েছে।
অর্ডারের মূল্য: ইতিমধ্যেই RailTel-এর তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, “RailTel Corporation of India Limited প্রসার ভারতী ব্রডকাস্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার কাছ থেকে ডিজাইন, ডেভেলপমেন্ট, ইমপ্লিমেন্ট, অপারেশন এবং মেন্টেনেন্সের জন্য ওয়ার্ক অর্ডার পেয়েছে। এই অর্ডারের মূল্য হল ১৩৯.৭৩ কোটি টাকা।”
কোম্পানির শেয়ারের অবস্থা: জানিয়ে রাখি যে, RailTel Corporation of India Limited-এর শেয়ার ৬ মাসে ১২৬.৮৩ শতাংশ এবং ১ বছরে ২২৩.৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ, RailTel-এর শেয়ার রেলের লাভজনক শেয়ারগুলির মধ্যে অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়েছে। পাশাপাশি, এটি বেঞ্চমার্ক নিফটি ৫০-কে ছাড়িয়ে গেছে। যা গত ৬ মাসে ১১.২০ শতাংশ এবং ১ বছরে ২০.৫৩ শতাংশ বেড়েছে। এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তর হল ৪৪৯.৩০ টাকা এবং ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর হল ৯৬.২০ টাকা। এছাড়াও, এই সংস্থার মার্কেট ক্যাপ হল ১২,০৭৫.৩ কোটি টাকা।
আরও পড়ুন: চিনের থেকে ঋণ নেওয়াই হল কাল! চরম সঙ্কটে থাকা মলদ্বীপ হতে চলেছে পরবর্তী শ্রীলঙ্কা, সতর্ক করল IMF
ত্রৈমাসিকের ফলাফল: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ডিসেম্বর ত্রৈমাসিকে RailTel Corporation of India Limited-এর মুনাফা এবং রেভিনিউ বৃদ্ধি পেয়েছে। ৩১ ডিসেম্বর, ২০২৩-এ সমাপ্ত হওয়া ত্রৈমাসিকে কোম্পানির আয় ৪৭ শতাংশ বেড়েছে। কোম্পানির রেভিনিউ গত বছরের ৪৫৪ কোটি টাকার তুলনায় চলতি অর্থবর্ষের ডিসেম্বর ত্রৈমাসিকে ৬৬৮ কোটি টাকা বেড়েছে। ওই সময় পর্যন্ত নিট মুনাফা ৩২ কোটি টাকা থেকে ৯৩ শতাংশ বেড়ে হয়েছে ৬২ কোটি টাকা। এদিকে, বৃহস্পতিবার দুপুর ১২ টা ৫৫ মিনিট পর্যন্ত RailTel Corporation of India Limited-এর শেয়ার BSE-তে ৩৮৩.০০ টাকায় লেনদেন হচ্ছে।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে বিনিয়োগের কোনো পরামর্শ দেওয়া হচ্ছে না। শেয়ার মার্কেট ঝুঁকির বিষয়। তাই, কোথাও বিনিয়োগ করার আগে অনুগ্রহ করে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)