এক ঘোষণাতেই রকেটের গতি! টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ারে বিরাট উত্থান, লাভবান বিনিয়োগকারীরা

Published on:

Published on:

Shares of this Tata Group company have seen a huge rise.

বাংলা হান্ট ডেস্ক: শেয়ার বাজারে এবার টাটা গ্রুপের (Tata Group) একটি কোম্পানির স্টকে দুরন্ত গতি পরিলক্ষিত হয়েছে। মূলত, টাটা কমিউনিকেশনস লিমিটেডের শেয়ারের দাম অনেকটাই বেড়েছে। শুক্রবার BSE-তে টাটা কমিউনিকেশনস লিমিটেডের শেয়ারের দাম প্রায় ১৫ শতাংশ বেড়ে ১,৯৪৮ টাকায় পৌঁছে হয়। যার ফলে কোম্পানির শেয়ারের দাম ৫২ সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিল।

টাটা গ্রুপের (Tata Group) এই কোম্পানির শেয়ারে বিরাট উত্থান:

জানিয়ে রাখি যে, গত ৬ টি ট্রেডিং সেশনে টাটা কমিউনিকেশনসের (Tata Group) শেয়ারের দাম প্রায় ২১ শতাংশ বেড়েছে। শুক্রবার টাটা কমিউনিকেশনস লিমিটেডের বাজার মূলধন ৫৩,৭০০ কোটি টাকা ছাড়িয়ে যায়। এই দিন টাটা কমিউনিকেশনসের শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ ১,৯৯২.৬০ টাকায় পৌঁছে গিয়েছিল। তবে, বাজার বন্ধের আগে শেয়ারটি ১,৮৭০.৮৫ টাকায় দাঁড়িয়ে থাকে।

Shares of this Tata Group company have seen a huge rise.

TCS-এর ঘোষণার পর টাটা কমিউনিকেশনসের শেয়ারের দাম বেড়েছে: উল্লেখ্য যে, টাটা কনসালটেন্সি সার্ভিসেস তথা TCS-এর একটি ঘোষণার পর টাটা কমিউনিকেশনস লিমিটেডের (Tata Group) শেয়ারের দামে এই ঊর্ধ্বগতি দেখা যায়। মূলত, টাটা কনসালটেন্সি সার্ভিসেস আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে ১ গিগাওয়াট AI ডেটা সেন্টার ক্যাপাসিটি তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। এমতাবস্থায়, বাজার বিশ্লেষকরা বলছেন যে, টাটা কমিউনিকেশনস লিমিটেড এই সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। TCS-এর AI পরিকাঠামোর জন্য প্রয়োজনীয় ডেটা সেন্টার টু ডেটা সেন্টার কানেক্টিভিটি প্রদান করতে পারে টাটা কমিউনিকেশনস। উল্লেখ্য যে, টাটা কমিউনিকেশনস ইতিমধ্যেই এমন সলিউশন তৈরি করে যা এন্টারপ্রাইজ থেকে শুরু করে ক্লাউড প্ল্যাটফর্ম এবং ডেটা সেন্টারগুলিকে সংযুক্ত করে।

আরও পড়ুন: বহুগুণ বাড়বে নৌবাহিনীর শক্তি! তৈরি হবে ভারতের প্রথম বৈদ্যুতিক যুদ্ধজাহাজ, এই সংস্থার সঙ্গে পরিকল্পনা

কোম্পানির শেয়ারের দাম প্রায় ১২০ শতাংশ বেড়েছে: জানিয়ে রাখি যে, গত ৫ বছরে টাটা কমিউনিকেশনস লিমিটেডের (Tata Group) শেয়ারের দাম প্রায় ১২০ শতাংশ বেশি বেড়েছে। ২০২০ সালের ৯ অক্টোবর তারিখে টাটা গ্রুপের এই কোম্পানির শেয়ারের দাম ছিল ৮৬০.২০। এদিকে, ১০ অক্টোবর, ২০২৫ তারিখে টাটা কমিউনিকেশনস লিমিটেডের শেয়ারের দাম ১৯৪৮ টাকায় পৌঁছেছে।

আরও পড়ুন: কর্মসূচিতে নয়া চমক! কলকাতায় এসে ডার্বি দেখবেন মেসি, তুমুল উন্মাদনা অনুরাগীদের মধ্যে

যদি আমরা গত ১০ বছরের কথা বলি, তাহলে টাটা কমিউনিকেশনস লিমিটেডের (Tata Group) শেয়ারের দাম প্রায় ৬০০ শতাংশেরও বেশি বেড়েছে। গত ৬ মাসে টাটা কমিউনিকেশনসের শেয়ার ২০ শতাংশেররও বেশি বৃদ্ধি পেয়েছ। এই কোম্পানির শেয়ারের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম হল ১,৯৯২.৬০ টাকা। অপরদিকে, এই শেয়ারের ৫২ সপ্তাহের সর্বনিম্ন মূল্য হল ১,২৯৩ টাকা।
বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারের বিনিয়োগের বিষয়টি অত্যন্ত ঝুঁকির। তাই, বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করুন।