বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীতে (Delhi) আম আদমি পার্টির (Aam Aadmi Party) ঝড়ে বিজেপি (Bharatiya Janata Party) নাস্তানাবুদ। ৭০ টি আসনের মধ্যে ৬২ টি আসনে জয়লাভ করে কেজরীবাল (Kejriwal) আবারও দিল্লীর মসনদে বসেছেন। আরেকদিকে, কংগ্রেস (Congress) দিল্লীতে একটি আসনেও জয়লাভ করতে পারেনি। উপরন্তু ৬৩ আসনে কংগ্রেস প্রার্থীর জমানত জব্দ হয়েছে। কংগ্রেসের এই খারাপ অবস্থা নিয়ে এবার দলের অন্দরে দ্বন্দ্ব শুরু হয়েছে। দিল্লীতে মহিলা কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর কন্যা শর্মিষ্ঠা মুখার্জী (Sharmistha Mukherjee) প্রদেশ কংগ্রেস কমিটি কে বন্ধ করার দাবি তুলেছেন।
With due respect sir, just want to know- has @INCIndia outsourced the task of defeating BJP to state parties? If not, then why r we gloating over AAP victory rather than being concerned abt our drubbing? And if ‘yes’, then we (PCCs) might as well close shop! https://t.co/Zw3KJIfsRx
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) February 11, 2020
প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের বয়ানের পর শর্মিষ্ঠা মুখার্জী ট্যুইট করে জবাব দেন। উনি লেখেন, ‘স্যার, আমি শুধু এটা জানতে চাই যে কংগ্রেস কি এখন বিজেপিকে হারানর জন্য আঞ্চলিক দল গুলোর আউটসোর্স হয়ে উঠেছে? যদি তাই না হয়, তাহলে আম আদমি পার্টির জয়ে এত গর্ব কিসের? তাহলে আমাদের প্রদেশ কংগ্রেসে কমিটি গুলোকে বন্ধ করে দেওয়া উচিৎ।”
উল্লেখ্য, কংগ্রেসের বরিষ্ঠ নেতা পি চিদ্মবরম দিল্লী বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির জয়কে বিরোধীদের মনোবল বাড়ার পরিণাম বলে আখ্যা দিয়েছেন। উনি ট্যুইট করে বলেন, ভোটাররা সেই রাজ্যের বিচারের প্রতিনিধিত্ব করে, যেখান থেকে তাঁরা ভোটার। দিল্লীর ভোটাররা বিরোধীদের বিশ্বাস বাড়ানোর কাজ করেছে, এবার বিজেপিকে সমস্ত রাজ্যে হারানো সম্ভব।
We r again decimated in Delhi.Enuf of introspection, time 4 action now. Inordinate delay in decision making at the top, lack of strategy & unity at state level, demotivated workers, no grassroots connect-all r factors.Being part of d system, I too take my share of responsibility
— Sharmistha Mukherjee (@Sharmistha_GK) February 11, 2020
উনি লেখেন, দিল্লীর ভোট অন্যান্য রাজ্যের তুলনায় আলাদা। কারণ দিল্লী মিনি ইন্ডিয়া। চিদম্বরম বলে, মনে করুন, যখন দিল্লীতে ভোট হয়েছিল তখন লক্ষ লক্ষ মালায়ালাম, তামিল, তেলেগু, বাঙালি, গুজরাটি আর ভারতের অন্যান্য রাজ্য থেকে আসা মানুষ ভোট দিয়েছিল।
পি চিদম্বরমের এই ট্যুইটের পর ক্ষোভে ফেটে পড়ে শর্মিষ্ঠা প্রদেশ কংগ্রেস কমিটি ভঙ্গ করার দাবি তোলেন।