এবছর গণতন্ত্র দিবস উদযাপন বন্ধ করা যায় না? প্রশ্ন কংগ্রেস সাংসদের

বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেসের (Congress) বরিষ্ঠ নেতা শশী থারুর (Shashi Tharoor) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের (Boris Johnson) ভারত সফর রদ হওয়ার প্রসঙ্গ তুলে বলেন, প্রধান অতিথি না আসার জন্য এবছরের গণতন্ত্র দিবসের অনুষ্ঠান রদ করে করে দেওয়া যায় না?

মঙ্গলবার একটি ট্যুইট করে লেখেন, যেহেতু করোনার কারণে বরিস জনসন আর ভারতে আসতে পারছেন না, আর আমাদের কাছে এবার গণতন্ত্র দিবসে প্রধান অতিথি নেই, তাহলে এক পা এগিয়ে এসে এবার গণতন্ত্র দিবস উদযাপন বাতিল করে দেওয়া যায় না?

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোকসভার সাংস শশী থারুর এও বলেন যে, এবারের প্যারেডে মানুষকে আমন্ত্রণ জানানো দায়িত্বহীন কাজ হবে। উল্লেখ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজের দেশে করোনা ভাইরাসের নতুন স্বরুপের থেকে সৃষ্টি হওয়া সঙ্কটের কারণে ২৬ জানুয়ারি গণতন্ত্র দিবসের প্যারেডে উপস্থিত থাকছেন না। তিনি নিজের নির্ধারিত যাত্রা বাতিল করেছেন।

আধিকারিক সুত্র অনুযায়ী, বরিস জনসন মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলে নিজের সফর রদ করার জন্য দুঃখ প্রকাশ করেছেন। জনসন ২৬ জানুয়ারি গণতন্ত্র দিবসের প্যারেডের জন্য প্রধান অতিথি ছিলেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর