মহুয়াকে কীসের চোখে দেখেন? একসঙ্গে মদ খাওয়ার ছবি ভাইরাল হতেই সাফাই থারুরের

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি মদ হাতে নেওয়া অবস্থার ছবি ভাইরাল হয় শশী থারুর (Shashi Tharoor) এবং মহুয়া মৈত্রের (Mahua Moitra)। এবার এই নিয়ে মুখ খুললেন কংগ্রেস (Congress) সাংসদ। থারুর বলেন, ‘এটি অত্যন্ত নিম্নমানের রাজনীতি।’ গোটা ঘটনার ব্যাখ্যা দিয়ে শশী থারুর আরও বলেন, ‘এই ছবিগুলি একটি জন্মদিনের পার্টিতে (Birthday Party) তোলা হয়েছিল। সেটিকে বিকৃতভাবে প্রকাশ করা হচ্ছে যাতে মনে হয় এটি কোনও সিক্রেট মিটিং।’

উল্লেখ্য, সম্প্রতি মহুয়া মৈত্রের বেশ কয়েকটি ছবি ভাইরাল (Viral) হয় নেটদুনিয়ায়। সেখানেই শশী থারুরকেও দেখা যায়। হাতে ওয়াইনের গ্লাস, ঠোঁটে সিগারের টান নেওয়ার অবস্থার ছবি নিমেষে ভাইরাল হয় নেটদুনিয়ায়। তারপর থেকেই শুরু হয় বিতর্ক।

শশী থারুর আরও বলেন, ‘সেদিন ওর জন্মদিনের পার্টি চলছিল। আমরা ১৫ জন ওই পার্টিতে উপস্থিত ছিলাম। আমার বোনও আমন্ত্রিত ছিল। কিন্তু, কিছু লোক সেই ছবিগুলিকে ইচ্ছাকৃতভাবে ক্রপ করে প্রকাশ করেছে। দেখে মনে হচ্ছে যেন কোনও সিক্রেট প্রাইভেট মিটিং চলছিল। তাই যদি হত তবে একটি প্রাইভেট মিটিংয়ে আমাদের দু’জনের ছবি তুলল? আসলে কিছুই নয়। সেদিন ওর জন্মদিন ছিল।’ সেই সঙ্গে মহুয়া তাঁর সন্তানসম বলেও মন্তব্য করেন কংগ্রেস সাংসদ।

থারুর আরও বলেন, ‘মহুয়া আমার থেকে অনেকটাই ছোট। ওকে আমি সন্তানের মতো দেখি। সেই বাচ্চা মেয়েটিরই জন্মদিন ছিল। যদিও আমার তাঁকে শিশু বলা উচিত নয়। তবে আমি ওকে সন্তানের মতোই দেখি। ও আমার থেকে ১০/২০ বছরের ছোট।’

mahua moitra

ট্রোলিং নিয়ে তিনি ব্যতিব্যস্ত নন বলে জানান থারুর। কংগ্রেস সাংসদের মতে, ‘এই ধরণের ট্রোলে (Troll) আমি পাত্তা দিই না। আর বেশি গুরুত্ব দেবও না। আমাদের মূল লক্ষ্য জনসেবা। সেটাই করব।’

Monojit

সম্পর্কিত খবর