প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী শশীকলা, শোকের আবহ বলিউডে

বাংলাহান্ট ডেস্ক: আবারো মৃত‍্যু সংবাদ বলিউডে (bollywood)। প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী শশীকলা (shashikala)। মুম্বইয়ে  বার্ধ‍ক‍্যজনিত কারণেই তাঁর মৃত‍্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বর্ষীয়ান অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।

পুরো নাম শশীকলা ওম প্রকাশ সয়গল হলেও তিনি শশীকলা নামেই বেশি পরিচিত। ১৯৩২ সালে সোলাপুরে জন্ম শশীকলার। বলিউড ইন্ডাস্ট্রির অন‍্যতম জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। সাধারণত ‘ভ‍্যাম্প’ চরিত্রেই তাঁকে দেখা গিয়েছে বেশি।

bollywood1617534233975
একশোটিরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন শশীকলা। বিভিন্ন সময়ে বিভিন্ন অভিনেতার ছবিতে অভিনয় করেছেন তিনি। অক্ষয় কুমার, শাহরুখ খান, সলমন খানের ছবিতেও অভিনয় করেছেন তিনি। কভি খুশি কভি গম, রাস্তা, মুঝসে শাদি করোগির মতো ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

বাদশা ছবিতে শাহরুখের মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল শশীকলাকে। গুমরাহ, আরতি, সুজাতা, তিন বহুরানিয়া তাঁর উল্লেখযোগ‍্য ছবি। বড়পর্দার পাশাপাশি বেশ টিছু জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন শশীকলা। তার মধ‍্যে রয়েছে সোন পরী, জিনা ইসি কা নাম এর মতো সিরিয়াল। ২০০৭ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয় শশীকলাকে।

কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন কাদের খানের বড় ছেলে আবদুল কুদ্দুস খান। কানাডাতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেছেন আবদুল কুদ্দুস খান। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, সব লাইমলাইট থেকে দূরে থাকারই সিদ্ধান্ত নিয়েছিলেন কাদের খান পুত্র। কানাডাতে বিমানবন্দরে এক সিকিউরিটি অফিসারের পেশায় নিযুক্ত ছিলেন তিনি। কানাডাতেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন আবদুল কুদ্দুস। তবে তাঁর মৃত‍্যুর কারণ এখনো জানা যায়নি।

উল্লেখ‍্য, কাদের খানেরও মৃত‍্যু হয়েছিল কানাডাতেই। টরন্টোতে সম্পন্ন হয়েছিল তাঁর শেষকৃত‍্য। আব্দুল কুদ্দুস ছাড়াও আরো দুই পুত্র রয়েছে কাদের খানের। তাঁদের নাম সরফরাজ খান ও শাহ নওয়াজ খান।

সরফরাজ একজন অভিনেতা তথা প্রযোজক। তেরে নাম, ওয়ান্টেড সহ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি। অপরদিকে কানাডায় পড়াশোনা শেষ করে ছবিতে সহকারী হিসাবে কাজ করেন কাদের খানের ছোট ছেলে শাহ নওয়াজ। মিলেঙ্গে মিলেঙ্গে, হামকো তুম সে পেয়ার হ‍্যায় এর মতো ছবিতে সহকারী হিসাবে কাজ করেছেন তিনি।

প্রসঙ্গত, বলিউডের অন‍্যতম জনপ্রিয় ও বর্ষীয়ান অভিনেতা ছিলেন কাদের খান। চার দশকের অভিনয় জীবনে ৩০০র ও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। শুধু অভিনয় নয়, সংলাপ লেখক ও চিত্রনাট‍্যকার হিসাবেও জনপ্রিয় ছিলেন কাদের খান। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর কানাডায় প্রয়াত হন কাদের খান।

Niranjana Nag

সম্পর্কিত খবর