মাঝপথেই ছেড়ে দিয়েছিলেন IIT, মাত্র ২৩ বছর বয়সেই জায়গা করে নিলেন ভারতের ধনী ব্যক্তিদের তালিকায়

বাংলাহান্ট ডেস্কঃ মাত্র ২৩ বছর বয়সেই ভারতের কোটিপতি শিল্পপতিদের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন শাশ্বত নাকরানি (Shashvat Nakrani)। সম্প্রতি ভারতের ধনীদের তালিকা IIFL Wealth- Hurun India Rich List 2021 দ্বারা প্রকাশিত তালিকায় নাম রয়েছে ভারত পে অ্যাপ্লিকেশনের প্রতিষ্ঠাতা শাশ্বত নাকরানির।

IIFL Wealth- Hurun India Rich List 2021-র এই তালিকায় বিখ্যাত শিল্পপতি মুকেশ আম্বানি এবং গৌতম আদানি সহ অনেক শিল্পপতির সঙ্গে নিজের জায়গা করে নিয়েছেন শাশ্বত নাকরানি। মাত্র ২৩ বছর বয়সেই তাঁর এই খ্যাতি গোটা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে।

IIT Dropout Shashvat Nakrani Becomes Youngest Richest Self Made Indian 3 6156b86303d31

৪ বছর আগে আইআইটি দিল্লী থেকে টেক্সটাইল অধ্যয়ন করছিলেন শাশ্বত নাকরানি। সেই সময় তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন ১৯ বছর বয়সী শাশ্বত নাকরানি। কিন্তু এরপরই পড়াশুনার যাত্রা থামকে যায় শাশ্বতর। আর মাত্র ১৯ বছর বয়সেই তিনি তৈরি করেন ভারত পে। এই অ্যাপ্লিকেশন ব্যবহারে আপনি Google Pay, Paytm বা BHIM অ্যাপের মত ১৫০ টি অনলাইন অ্যাপের থেকে অর্থ আদানপ্রদান করতে পারবেন।

সম্প্রতি প্রকাশিত IIFL Wealth- Hurun India Rich List 2021-র এই তালিকায় প্রথম স্থানে রয়েছেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি, দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি, তৃতীয় নম্বরে শিব নাদের, চতুর্থ স্থানে রয়েছেন এসপি হিন্দুজা এবং পঞ্চম স্থানে রয়েছে এনএল মিত্তল। এই সকল বিখ্যাত ব্যক্তিত্বদের স্নগেই এই তালিকায় নিজের জায়গাও করে নিয়েছেন বছর ২৩-র শাশ্বত নাকরানি।


Avatar
Smita Hari

সম্পর্কিত খবর