‘পাকিস্তানের মানুষ ভারতের শত্রু নয়’! ইদের অনুষ্ঠানে পাকিস্তানিদের ভূয়সী প্রশংসা করলেন শরদ পাওয়ার

বাংলাহান্ট ডেস্ক : এবার পাকিস্তানের জনগনের প্রশংসায় পঞ্চমুখ হলেন ন্যাশানাল কংগ্রেস পার্টির প্রধান শরদ পাওয়ার। তাঁর দাবি, শান্তিতেই থাকতে চান।পাকিস্তানের সাধারণ মানুষ। কিন্তু কিছু লোক ইচ্ছাকৃতভাবেই সেখানে ঘৃণা ছড়ায়।

কোন্ধওয়া এলাকায় একটি ইদ মিলন উৎসবে যোগ দিয়ে বৃহস্পতিবার পাকিস্তানের ব্যাপারে একাধিক মন্তব্যই করতে শোনা যায় এনসিপি প্রধানকে। তিনি বলেন,’আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী পাকিস্তানের সাধারণ মানুষ আমাদের প্রতিপক্ষ নয়। যারা রাজনীতি করতে চায় এবং সেনাবাহিনীর সহায়তায় ক্ষমতা নিয়ন্ত্রন করতে চায়, তারা দ্বন্দ্ব ও বিদ্বেষের পক্ষ নেয়। তবে অধিকাংশ মানুষই পাকিস্তানে শান্তিপূর্ণ পরিবেশ চায়।’

পাওয়ার আরও যোগ করেন, ‘লাহোর হোক, করাচি হোক, আমরা যেখানেই গিয়েছি, উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। আমরা আমাদের ক্রিকেট দলের সঙ্গে একটি ম্যাচের জন্য করাচিতে গিয়েছিলাম। ম্যাচের একদিন পর, খেলোয়াড়রা তাদের চারপাশের জায়গাগুলি ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করেছিল একটি রেস্তোরাঁয় সকালের খাবার খাওয়ার পর, যখন আমরা বিল পরিশোধ করতে যাই, রেস্টুরেন্টের মালিক টাকা নিতে অস্বীকার করেন, এবং বলেন আমরা তাঁদের অতিথি।’

একই সঙ্গে তিনি আরও বলেন, ‘কোনও ধর্মই ঘৃণা করতে শেখায় না। কিছু মানুষ জাতি-ধর্মের নামে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু আমরা বিদ্বেষ চাই না, ঝগড়া চাই না। আমরা উন্নয়ন চাই, মূদ্রাস্ফীতি থেকে মুক্তি চাই, আমাদের নতুন প্রজন্ম চাকরি চায়। আমরা এমন একটি পরিস্থিতি তৈরি করতে চাই যাতে আমাদের দেশ সর্বক্ষেত্রে অগ্রসর হয়।’ স্বভাবতই তাঁর এহেন মন্তব্য যে বিশেষ তাৎপর্যপূর্ণ তাতে কোনও সন্দেহের অবকাশই নেই পর্যবেক্ষক মহলের একাংশের।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর