বন্দে ভারতের শোরগোলের মাঝেই শতাব্দী এক্সপ্রেস নিয়ে বড় ঘোষণা রেলের, উপকৃত হবেন যাত্রীরা

বাংলাহান্ট ডেস্ক : অপেক্ষা আর কিছুক্ষণের। আগামীকাল উদ্বোধন হতে চলেছে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন সেমি হাই স্পিড এই ট্রেনের। বন্দে ভারত এক্সপ্রেস এর জন্য এবার কিছুটা হলেও ব্যাকফুটে যেতে চলেছে শতাব্দী এক্সপ্রেস। কাকতালীয়ভাবে আগামীকাল শুক্রবার থেকেই কিছু নিয়ম পরিবর্তন হচ্ছে শতাব্দী এক্সপ্রেসের।

পূর্ব রেল ইতিমধ্যেই এই বিষয় নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরপরই বিলাসবহুল এই ট্রেনের যাত্রীদের মনে তৈরি হয়েছে শঙ্কা। পূর্ব রেল কি বলেছে বিজ্ঞপ্তিতে? পূর্ব রেলের তরফ থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শতাব্দী এক্সপ্রেস এবার থেকে বর্ধমানেও থামবে। তবে রবিবার এই স্টপেজ দেওয়া হবে না। পূর্বের সময়সূচীই রাখা হয়েছে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার। তবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির যাত্রা পথের সময় কিছুটা বদলানো হয়েছে।

আগে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে শতাব্দী এক্সপ্রেস ১০ টা ৩৫ মিনিটে ছাড়তো। এবার হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে শতাব্দী এক্সপ্রেস ১০ টা ৫৫ মিনিটে ছাড়বে। অর্থাৎ শতাব্দী এক্সপ্রেস পূর্বের সময় থেকে কুড়ি মিনিট দেরিতে ছাড়বে। কিষাণগঞ্জ, বারসৌ, মালদা টাউন, নিউ ফারাক্কা, বর্ধমান হয়ে হাওড়া ঢুকবে এই ট্রেন। আবার একই রুট ধরে ফেরত যাবে।

Shatabdi

এর পাশাপাশি জানা যাচ্ছে, গতি কমতে চলেছে শতাব্দী এক্সপ্রেসের। শতাব্দী এক্সপ্রেস এখন থেকে বর্ধমানে স্টপেজ দেওয়ার পাশাপাশি নিউ জলপাইগুড়িতে দশ মিনিট পর পৌঁছাবে। অর্থাৎ গতি কমছে এই ট্রেনের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর