ফিল্ম ইণ্ডাষ্ট্রি কারো বাবার সম্পত্তি নয়, করনের বিরুদ্ধে রণং দেহি ‘বিহারী বাবু’ শত্রুঘ্ন

বাংলাহান্ট ডেস্কঃ সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যুর পর একের পর এক অভিযোগের তীর ধেয়ে এসেছে করন জোহরের (karan johar) দিকে। নেপোটিজম থেকে পেশাগত হয়রানি, তার বিরুদ্ধে মুখ খুলেছেন বলিপাড়ার ছোট বড় সব অভিনেতা অভিনেত্রীই। তিনি কঙ্গনা কথিত ‘মুভি মাফিয়া’৷ এবার করনের বিরুদ্ধে তোপ দাগলেন বলিউডের সফলতম হিরোদের একজন ‘বিহারী বাবু’ শত্রুঘ্ন সিনহা (satrughan  sinha)।

images 2020 07 24T163531.158

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শত্রুঘ্ন বলেছেন, ফিল্ম ইণ্ডাষ্ট্রি কারো বাবার সম্পত্তি নয়, কেউ কিভাবে অন্য কোনো শিল্পীকে বয়কট করতে পারে? করনের শোকে ব্যঙ্গ করে কফি উইথ অর্জুন’ সম্মোধন করে তিনি তীব্র শ্লেষ উগড়ে দিয়েছেন করন জোহরের বিরুদ্ধে।

সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের সময়ে এমন কোনো রিয়েলিটি শো ছিল না। এই শো এর প্রতিটিই পূর্ব পরিকল্পিত। এখানকার প্রতিটি আলোচনা সমস্যা তৈরি করে। সকলে ফিল্ম ইণ্ডাষ্ট্রির অঙ্গ। এটি একটি পরিবার৷ কারো বংশানুক্রমিকভাবে পাওয়া সম্পত্তি নয়৷ এখানে কারো কোনো শিল্পীকে বয়কট করবার অধিকার নেই।

পাশাপাশি নাম না করে তিনি করনকে বলেন, তুমি অন্য কোনো শিল্পীকে রক্ষা করবার কে? তুমি নিজে কিভাবে ইণ্ডাষ্ট্রিতে এসেছো? তুমি কি করেছ জীবনে?

প্রসঙ্গত,  সুশান্তের মৃত্যুর পর একের পর এক অভিযোগ উঠে এসেছে করন জোহরের এই শোকে ঘিরে। AIB কে দেওয়া একটি ইন্টারভিউতে রনবীর কাপুর বলেছিলেন, “আমি কফি উইথ করন শোতে যেতে যেতে ক্লান্ত৷ আমি জানিয়েছিলাম, এই সিজনে আর ঐ শো এর অংশ হতে চাই না। কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে।”

করনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি আরো বলেন, “এটা ঠিক নয়, শো থেকে করন পয়সা উপার্জন করে যাবে আর সারা বছর মন্তব্য করার জন্য আমরা টার্গেট হয়ে যাব। আমরা হ্যাম্পার ছাড়া আর কিছুই পাই না ঐ শো থেকে। “


সম্পর্কিত খবর