বাংলাহান্ট ডেস্ক: আসানসোলে শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। শিল্প তালুকে পা রেখেই সপ্তাহের প্রথম দিনে মনোনয়ন জমা দিলেন প্রাক্তন বলিউড তারকা। উপনির্বাচনে আসানসোলের লোকসভা আসনে তৃণমূলের হয়ে লড়ছেন তিনি। সোমবার হুডখোলা গাড়িতে মিছিল করে গিয়ে মনোনয়ন জমা দিলেন ‘বিহারী বাবু’।
দলের সঙ্গে রঙ মিলিয়ে সবুজ পাঞ্জাবিতে সেজেছিলেন শত্রুঘ্ন সিনহা। চোখে কালো সানগ্লাস। লোকে লোকারণ্য পথে হুডখোলা জিপে চড়ে মিছিল করে গিয়ে মনোনয়ন পত্র জমা দিলেন তিনি। সঙ্গে দেখা গেল মলয় ঘটক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বদের। এসেছিলেন স্ত্রী পুনম সিনহাও।
আসানসোলের রবীন্দ্র ভবন থেকে শুরু হয় শত্রুঘ্ন সিনহার মিছিল। শেষ হয় জেলা শাসকের দপ্তরে। যদিও শোনা যাচ্ছে, মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে নাকি বেশ দেরি হয়েছে শত্রুঘ্ন সিনহার। মনোনয়ন পত্রে বেশ কিছু ত্রুটি ছিল। কিছু অংশ পূরণ করা ছিল না। উপরন্তু বেশ কিছু নথিও ছিল না বলেই খবর সূত্রের।
তবে সেসব মিটিয়ে তিনি মনোনয়ন জমা দিয়েছেন বলে খবর। রবিবার সন্ধ্যায় বাংলার মাটিতে পা রাখেন বলিউড অভিনেতা। সোমবার মনোনয়ন জমা দেওয়ার পর মঙ্গলবার থেকেই তিনি প্রচারের কাজ শুরু করে দেবেন বলে শোনা যাচ্ছে।
Shatrughan Sinha files nomination as TMC candidate for upcoming bye-elections in Asansol, West Bengal. pic.twitter.com/ZOigPvXjaL
— ANI (@ANI) March 21, 2022
এদিন প্রাক্তন সাংসদ বলেন, দেশের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি তাঁকে প্রার্থী করায় তিনি খুবই খুশি। আগেও আসানসোলে এসেছেন বলে জানান ‘বিহারী বাবু’। উপ নির্বাচন নিয়ে এখন থেকেই তিনি আশাবাদী। ফিল্মি কায়দায় বিরোধীদের ‘খামোশ’ও বলেছেন শত্রুঘ্ন সিনহা।
এদিকে শত্রুঘ্নকে প্রার্থী করায় তৃণমূলেরই ‘বহিরাগত’ ইস্যুতে পালটা আক্রমণ শানিয়েছে বিজেপি। যদিও শত্রুঘ্ন সিনহার দাবি, তিনি যেহেতু অভিনেতা তাই তিনি ‘অল ইন্ডিয়া ফিগার’। গোটা দেশের মানুষ তাঁকে চেনে। বাংলা, বিহার, অন্ধ্রপ্রদেশ সব রাজ্যের মানুষই তাঁকে এই খ্যাতি এনে দিয়েছে।
তাই বিহারের রাজনীতির পর এখন যখন তিনি বাংলার রাজনীতিতে আসছেন, এটাকেও দেশের হয়ে রাজনীতি বলেই দেখছেন অভিনেতা। আসানসোলে পা রেখেই তাঁর প্রশ্ন, নরেন্দ্র মোদী কাশী থেকে লড়তে পারলে তিনি আসানসোল থেকে পারবেন না কেন?