বাংলাহান্ট ডেস্ক: দান (donation) করে সেটা জোর গলায় প্রচার করা খুবই ‘অশোভনীয়’। প্রচার করে দান করার কোনও অর্থ হয় না। এমনটাই বক্তব্য বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহার (shatrughan sinha)। নাম না করে অক্ষয় কুমারকেও (Akshay Kumar) কটাক্ষ করেছেন তিনি। তাঁর মতে, কেউ ২৮ কোটি টাকা অনুদান দিলে আত্মবিশ্বাসে আঘাত লাগে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে করোনা মোকাবিলায় তারকাদের এগিয়ে আসা নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। তাঁর কথায়, “যদি আপনি দান করে সেটা প্রচার করেন তাহলে তা খুবই অশোভনীয়। কেউ ২৮ কোটি টাকা দান করেছে, একথা শুনলে খুব খারাপ লাগে ও আত্মবিশ্বাসেও আঘাত লাগে।”
তিনি আরও বলেন, “এই অবস্থায় কোনও মানুষ যে পরিমাণ অর্থ দান করে সেই দিয়ে তাঁর বিচার করা হয়।” কিছুদিন আগেই প্রধানমন্ত্রীর পিএম কেয়ার ফান্ডে অক্ষয় কুমার ২৫ কোটি টাকা দান করেছিলেন। সেই নিয়েই নাম না করে শত্রুঘ্ন সিনহা তাঁকে কটাক্ষ করেছেন বলে মনে করছেন অনেকে। তবে এই বিষয়ে অক্ষয় এখনও মুখ খোলেননি।
প্রসঙ্গত, চিন, তারপর একে একে ইতালি, ইরান, স্পেন, আমেরিকাতে নিজের আধিপত্য বিস্তার করেছে মারণ করোনা ভাইরাস। সেখানে এখন চলছে মৃত্যু মিছিল। মানুষ আটকা পড়েছে ঘরের মধ্যে। বাদ যায়নি ভারতও। দেখতে দেখতে করোনার থাবা বসিয়েছে এই দেশেও। আক্রান্তের সংখ্যা পার করেছে দশ হাজার। প্রথম দফার লকডাউনের পর নতুন করে ৩রা মে পর্যন্ত বাড়ানো হয়েছে গোটা দেশের লকডাউনের মেয়াদ। বাইরে বেরোনোয় কঠোর নিষেধাজ্ঞা জারি হয়েছে।
চিকিৎসকরা বলছেন আগামী দু সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ।এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। কিন্তু এই মুহূর্তে সবথেকে বেশি সঙ্কটে পড়েছেন খেটে খাওয়া দৈনিক মজুরির শ্রমিকরা। লকডাউনে কোথা থেকে দু বেলার খাবার যোগান দেবে তারা সেটা ভেবেই কূলকিনারা খুঁজে পাচ্ছেন না।
এই অবস্থায় এগিয়ে এসেছেন সলমন, শাহরুখ, হৃতিক সহ বহু তারকা। কেউ দান করেছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আবার কেউ সোজাসুজি দরিদ্র মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন।