বাংলাহান্ট ডেস্ক : শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপিতে (BJP) যোগ দেওয়ার পর থেকে অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূল শিবিরের শুধু দুরত্বই বেড়েছে। তলানিতে এসে ঠেকেছে সম্পর্ক। সেই অধিকারী পরিবারের প্রতি আজ নরম সুর শোনা গিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলায়। আজ বিধানসভা কক্ষে বক্তব্যের মাঝেই মমতা বলেছেন, ‘শিশির দা-কে আমি সম্মান করি।’ সেই মন্তব্যের পর প্রতিক্রিয়া চাওয়া হতেই সাংসদ শিশির অধিকারী বললেন, ‘ভাল তো। উনি যেটা ভাল মনে করেছেন, সেটাই বলেছেন।’
শিশির অধিকারী মমতার দীর্ঘদিনের সঙ্গী। একটা সময় অধিকারী পরিবারের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল মমতার। শুধু শিশির নন, তাঁর ছেলে শুভেন্দু, দিব্যেন্দু প্রত্যেকেই ছিলেন তৃণমূলের একনিষ্ঠ কর্মী। বসে ছিলেন একাধিক পদেও। কিন্তু শুভেন্দুর পদ্ম শিবিরে যাওয়ার পরই শিশির অধিকারীর সঙ্গেও দূরত্ব বেড়েছে মমতা তথা তৃণমূলের। দলবদল না করলেও সাংসদ শিশির আর সক্রিয় নেই তৃণমূল শিবিরে। ‘শিশির দা কোন দলে?’ বলে মাঝে মধ্যেই কটাক্ষ করে থাকেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেই শিশির অধিকারীর প্রসঙ্গই এদিন উঠে এল মমতা ভাষণে।
এদিন বিধানসভায় সংবিধান দিবস নিয়ে বক্তৃতায় মমতা বিরোধী দলনেতা শুভেন্দুকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি এক সময় কংগ্রেসে, তারপর তৃণমূল কংগ্রেসে ছিলেন। আপনার বাবা সিনিয়র নেতা, তাঁকে আমি সম্মান করি।’
শুধু তাই নয়, শুক্রবার বিরোধী দলনেতা শুভেন্দুকে ‘ভাইয়ের মতো’ বলেও উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে শিশির অধিকারী বলেন, ‘আমি আমার জায়গায় আছি, উনি ওঁর জায়গায় আছেন। খারাপ কি? সবই ভাল। উনিও ভাল থাকুন। ওঁর মনে হয়েছে উনি বলেছেন।’