শেহনাজের কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন সিদ্ধার্থ: সূত্র

Published On:

বাংলাহান্ট ডেস্ক: “আমার কোলে মাথা রেখেই ও মৃত‍্যুমুখে ঢলে পড়েছে”, বাবাকে ফোন করে নাকি এমনি হাহাকার করছেন শেহনাজ গিল (shehnaz gill)। বৃহস্পতিবার অভিনেতা তথা প্রাক্তন বিগ বস বিজেতা সিদ্ধার্থ শুক্লার (siddharth shukla) অকালমৃত‍্যুতে যারা সবথেকে বেশি আঘাত পেয়েছেন শেহনাজ তাঁদের মধ‍্যে অন‍্যতম। সিদ্ধার্থের সঙ্গে বিশেষ এক যোগসূত্র রয়েছে তাঁর, বিগ বসের ঘর থেকেই এমন ধারনা বদ্ধমূল হয়েছিল নেটিজেনদের মনে। অভিনেতার হঠাৎ মৃত‍্যুর খবর ছড়াতেই তাই খোঁজ পড়েছিল শেহনাজের।

মেয়ে কাজের সূত্রে থাকেন মুম্বইতে। ওদিকে সিদ্ধার্থের মৃত‍্যুর খবর শুনে ইস্তক শেহনাজের জন‍্য ভেবে অস্থির হচ্ছেন পঞ্জাবে থাকা বাবা সন্তোখ সিং সুখ। গতকাল সংবাদ মাধ‍্যমকে তিনি জানিয়েছেন, দুসংবাদ শুনে ভেঙে পড়েছেন শেহনাজ। ভাল নেই তিনি। বোনের কাছে থাকতে ইতিমধ‍্যে মুম্বই রওনা দিয়েছেন দাদা শেহবাজ।


সন্তোখ আরো বলেন, শেহনাজ তাঁকে ফোন করেই বলতে থাকেন “বাবা আমার কোলের উপরে ও শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেছে। এবার আমি কী করব? কীভাবে বাঁচব?” মুম্বইয়ের বেশ কয়েকটি সংবাদ মাধ‍্যমের খবর অনুযায়ী, সিদ্ধার্থের পরিবারের সঙ্গে তাঁর দেহ নিয়ে হাসপাতালে পৌঁছেছিলেন শেহনাজ। বুধবার রাতেও নাকি সিদ্ধার্থের বাড়িতেই ছিলেন তিনি।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, বুধবার রাত সাড়ে নটা নাগাদ বাড়ি ফেরেন সিদ্ধার্থ। তাঁর নাকি শরীরে অস্বস্তি হচ্ছিল। বাড়িতে সে সময় অভিনেতার মা ও শেহনাজ দুজনেই ছিলেন। সিদ্ধার্থকে তাঁরা প্রথমে লেবু জল ও তারপর আইসক্রিম খেতে দেন। কিন্তু তাতেও অস্বস্তি না যাওয়ায় অভিনেতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন তাঁরা।

সূত্রের খবর, শেহনাজের কোলে মাথা রেখে শুয়েছিলেন সিদ্ধার্থ। তাঁর পিঠে হাত বুলিয়ে দিচ্ছিলেন শেহনাজ। দুজনে ওভাবেই ঘুমিয়ে পড়েন এক সময়। বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ ঘুম ভেঙে শেহনাজ দেখেন সিদ্ধার্থ তখনো তাঁর কোলে মাথা রেখেই শুয়ে রয়েছেন। কিন্তু তিনি ডাকলে সাড়া দেননি অভিনেতা।


ভয় পেয়ে পরিবারের বাকিদের ডাকেন শেহনাজ। খবর পেয়ে আসেন পারিবারিক চিকিৎসক। তিনি এসে দুর্ঘটনার কথা বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কুপার হাসপাতালে নিয়ে গেলে সিদ্ধার্থকে মৃত ঘোষনা করে চিকিৎসকরা। শেহনাজের বাবা এখন মুম্বইতে মেয়েকে একা রেখে চিন্তিত। তাঁর কথায়, “এতদিন সিদ্ধার্থ ছিল। পরীবারের মতোই যত্ন করত শেহনাজের।” উপরন্তু বর্তমান পরিস্থিতির কথা ভেবেই আরো চিন্তায় পড়েছেন শেহনাজের বাবা।

সম্পর্কিত খবর

X