সলমনের ছোঁয়াতেই বদল, অবসাদ ভুলে আবেদনময়ী রূপে ধরা দিলেন সিদ্ধার্থ-প্রেমিকা শেহনাজ

বাংলাহান্ট ডেস্ক: শেহনাজ গিলের (Shehnaz Gill) যেন নবজন্ম হয়েছে। সিদ্ধার্থ শুক্লার মৃত‍্যু্র পর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি। মনের মানুষ, যার সঙ্গে বাকি জীবনটা কাটাবেন বলে ভেবেছিলেন তাঁকে এত তাড়াতাড়ি চিরতরে হারিয়ে ফেলবেন সেটা ভাবতেও পারেননি শেহনাজ। নাওয়া খাওয়া ভুলে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন তিনি।

তবে সময়ের নিয়মেই ধীরে ধীরে কষ্ট কমেছে। স্বাভাবিক জীবনে ফিরেছেন শেহনাজ। এখন তাঁকে দেখে চেনা দায়। সম্পূর্ণ অন‍্য রকম হয়ে গিয়েছেন অভিনেত্রী। মিষ্টি সানা এখন আগের তুলনায় অনেকটাই বেশি বোল্ড। অন্তত তাঁর সাম্প্রতিক ছবিগুলি তেমনি ইঙ্গিত দিচ্ছে।

bigg boss 13 shehnaz gill hits sidharth shukla 2020 01 23
সুইমিং পুলের জলে ডুব দিয়ে গ্রীষ্ম উপভোগ করছেন শেহনাজ। বেইজ রঙা সুইমসুট, ভিজে চুল এবং হালকা মেকআপে মোহময়ী সানা। অভিনেত্রীর ‘সামার ভাইবস’ দেখে চক্ষু চড়কগাছ নেটনাগরিকদের। মুহূর্তে ভাইরাল শেহনাজের সুইমিং পুলের ছবি।

উল্লেখ‍্য, খুব শিগগিরি হিন্দি ছবিতে পা রাখতে চলেছেন শেহনাজ। সলমন খানের ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। ভাইজানের ইদ পার্টিতে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন শেহনাজ। তাঁদের ছবি, ভিডিও ভাইরালও হয়েছিল সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CeVMaf7oY6A/?igshid=YmMyMTA2M2Y=

সলমনের সঙ্গে রঙ মিলিয়ে কালো সালোয়ার কামিজ পরেছিলেন তিনি। পার্টিতে বেশিরভাগ সময়টাই ভাইজানের পাশে পাশে দেখা গিয়েছিল তাঁকে। শুধু তাই নয়। সলমনের সঙ্গেই ক‍্যামেরার সামনে পোজ দেন শেহনাজ।

তারপর অভিনেতাকে জড়িয়ে ধরে চুম্বন করেন গালে। পাপারাৎজির ভিড়ের মাঝে সলমনের হাত ধরে তিনি আবদার করেন, তাঁকে গাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। পুরো সময়টাই হাসি উপচে পড়ছিল ভাইজানের মুখে। দুজনের মিষ্টি ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর