প্রয়াত সিদ্ধার্থের ব‍্যাপারে আর কোনোদিন কিচ্ছু পোস্ট করবেন না, কেন এমন সিদ্ধান্ত শেহনাজের?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত ২ রা সেপ্টেম্বর ছিল সিদ্ধার্থ শুক্লার (Siddharth Shukla) প্রথম মৃত‍্যুবার্ষিকী। গত বছর এই দিনেই প্রয়াত হয়েছিলেন প্রাক্তন বিগ বস প্রতিযোগী তথা অভিনেতা। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন সিদ্ধার্থ। তাঁর মৃত‍্যুতে সবথেকে বেশি আঘাত যাঁরা পেয়েছিলেন তাঁদের মধ‍্যে একজন শেহনাজ গিল (Shehnaz Gill)। একসঙ্গে বিগ বসে পা রেখেছিলেন দুজনে। সেই সূত্রে আলাপ, যা পরে গড়ায় প্রেমে।

সিদ্ধার্থের শেষকৃত‍্যের সময়ে শেহনাজের আকুল হয়ে কান্না এখনো ভুলতে পারেনি ‘সিডনাজ’ ভক্তরা।  তারপর প্রাক্তন প্রেমিকের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে একটি মিউজিক ভিডিও বানিয়েছিলেন শেহনাজ। কাজে যোগ দিলেও সিদ্ধার্থের স্মৃতি সবসময় তাঁর সঙ্গে সঙ্গেই ছিল। তাই প্রয়াত অভিনেতার প্রথম মৃত‍্যুবার্ষিকীতে শেহনাজের তরফে যখন কোনো বার্তাই এল না তখন অনেকেই অবাক হয়েছিলেন।


শেহনাজের এই নীরবতা নিন্দুকদের ট্রোল করার সুযোগও করে দিয়েছিল। কিন্তু তাতেও কোনো প্রতিক্রিয়া দেননি অভিনেত্রী। কিন্তু কেন কোনো পোস্ট করলেন না তিনি? শেহনাজের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, শুধু এই মৃত‍্যুবার্ষিকীতে নয়, সিদ্ধার্থের ব‍্যাপারে আর কোনোদিনই কোনো পোস্ট করবেন না তিনি। সিদ্ধার্থের মৃত‍্যুর পর একটিই মিউজিক ভিডিও শেয়ার করেছিলেন শেহনাজ‌। ওটাই ছিল প্রথম আর শেষ।

সূত্র আরো জানায়, সিদ্ধার্থ শুক্লা নিজের ব‍্যক্তিগত জীবন সবসময় ব‍্যক্তিগত রাখতেই ভালবাসতেন। তাই শেহনাজও তাঁর ইচ্ছাটাকেই সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধার্থের স্মৃতি চিরজীবনের মতো নিজের মনের মধ‍্যেই গেঁথে নিয়েছেন শেহনাজ।

সিদ্ধার্থের প্রথম মৃত‍্যুবার্ষিকীর দিন মিডিয়ার থেকে দূরেই থাকতে চেয়েছিলেন শেহনাজ। ব‍্যক্তিগত নয়, বরং পেশাগত জীবনের জন‍্যই পরিচয় হোক, এমনটাই চান তিনি। সলমন খানের ছবির হাত ধরে বলিউডে পা রাখতে চলেছেন শেহনাজ। আপাতত নিজের কেরিয়ারের দিকেই মন দিতে চান তিনি।

X