“পা চাটা দালাল….”, সুযোগ পেয়েই ইউনূসকে ধুয়ে দিলেন হাসিনা, বাংলাদেশে ফের শুরু হইচই

বাংলাহান্ট ডেস্ক : কয়েক মাস আগেই চরম আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশের (Bangladesh) মসনদ থেকে সরে গিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। তবে বাংলাদেশে না থাকলেও কী হবে, ওপার বাংলার প্রাক্তন এই প্রধানমন্ত্রীর দাপট কিন্তু একটুও কমেনি। এবার সরাসরি আক্রমণ করলেন মহম্মদ ইউনূসকে (Mohammad Yunus)।

বাংলাদেশের (Bangladesh) ইউনূসকে কটাক্ষ হাসিনার (Sheikh Hasina)

শুধু তাই নয়, কটাক্ষ করলেন ‘পাকিস্তানের পা চাটা দালাল’ বলেও। বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, ‘ইউনুস মিঞা মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পাকিস্তানের পা চাটছে। আর দেশের অবস্থা এমন করেছে যে, মানুষ কুকুরের সঙ্গে ডাস্টবিনের খাবার খেতে বাধ্য হচ্ছে।’ পাশাপাশি হাসিনার আরোও সংযোজন, ‘এ কোন বাংলাদেশ! আমি তো এই বাংলাদেশ আমি রেখে আসিনি।’

Sheikh Hasina from Bangladesh taunts Mohammad Yunus

একইসঙ্গে হাসিনার বাংলাদেশের সঙ্গে এখনকার সময়ের ‘সোনার বাংলার’ কি দশা সেই ফারাকও তুলে ধরেন। শুক্রবার দিল্লি থেকে টেলিফোনে আওয়ামী লিগের ইতালি শাখার নেতা-কর্মীদের উদ্দেশে হাসিনা বক্তব্য রাখেন। বাংলাদেশের জাতির জনক তথা প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়েছিল।

আরোও পড়ুন : “আমার সামনে সম্ভাবনাময় মুখ…”, ভবিষ্যতের রাজনীতির জন্য কার নাম নিলেন মোদী?

১৯৭২ সালের ১০ জানুযারি স্বাধীন বাংলাদেশে (Bangladesh) ফিরেছিলেন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের জেলে আটকে থাকা শেখ মুজিব। প্রত্যেক বছর এই দিনটি বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস হিসাবে পালন করে থাকে আওয়ামী লিগ। এবার ঢাকার ধানমণ্ডিতে মুজিবের বাড়ি এবং টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি হাসিনার ভাষণ ছিল এক গুরুত্বপূর্ণ কর্মসূচি।

আরোও পড়ুন : “নিশ্চই ভাইপোর কোম্পানি….”, স্যালাইন সরবরাহকারী নিষিদ্ধ সংস্থার সাথে তৃণমূল যোগ? প্রশ্ন শুভেন্দুর

আওয়ামী লিগ সভাপতির কথায়, ‘অনেক হয়েছে। আর সময় দেওয়া যায় না। এবার ইউনুসকে বিদায় দিতে হবে। সবাই সংকল্প নিন। পথে নামুন।’ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাস অর্থাৎ চলতি জানুয়ারিতেই ইউনুসকে হটানোর ডাক দেন হাসিনা। এদিকে, হাসিনার সরকার পড়ে যাওয়ার পর গদিতে ইউনূস বসলেও বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কোনো রকম উন্নতি হয়নি।

Sheikh Hasina from Bangladesh taunts Mohammad Yunus

তাহলে সব মিলিয়েই ফের উত্তাল হয়ে উঠছে বাংলাদেশ (Bangladesh)। এদিকে, আওয়ামী লিগের নেতা আরোও বলেন, ইউনূসের মূল উদ্দেশ্যই হল দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানানো। পাশাপাশি তার সংযোজন, ‘এটা আমরা মুখ বুঝে মেনে নিতে পারি না। অন্তর্বর্তী সরকার মুক্তিযুদ্ধের যাবতীয় অর্জন বিনষ্ট করছে। মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরাবে, এ আমরা সহ্য করব না। ওদেরও জুতোর মালা পরিয়ে বিদায় করব।’

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর