বাংলাহান্ট ডেস্ক : গত কয়েক মাস ধরে বাংলাদেশ (Bangladesh) থেকে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের একাধিক ঘটনা সামনে এসেছে। সেই আবহেই এবার মুখ খুললেন খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। হাসিনা সংবাদ সংস্থা এএনআইকে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তাদের সরকার দৃঢ়ভাবে বাংলাদেশের ধর্ম নিরপেক্ষতাকে সমর্থন করে। পাশাপাশি তার আরও দাবি ধর্মনিরপেক্ষতা হননকারী যেকোনো ঘটনাকে কড়া হাতে দমন করে তার সরকার।
শেখ হাসিনার ভারত সফরের আগে ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে দাবি করেছেন, চরমপন্থা কোনও একটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি জানান ভারত সহ একাধিক দেশ সাম্প্রতিককালে কট্টরপন্থীদের আক্রমণে পড়েছে। তার মত, “উগ্রবাদ এর ক্রমবর্ধনতার অন্যতম একটি কারণ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া ধীরে ধীরে অত্যন্ত খারাপ একটি মাধ্যম হয়ে উঠেছে।”
শেখ হাসিনা বলেছেন, “আমরা যতদিন ক্ষমতায় থাকবো ততদিন আমরা ধর্ম নিরপেক্ষতাকে গুরুত্ব দেব। সংখ্যালঘুদের আমি বরাবর বলি যে আপনারাও দেশের নাগরিক। তবে মাঝে মধ্যে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি। কিন্তু সম্প্রতি যে ঘটনাবলী হচ্ছে সেগুলি অনাকাঙ্খিত। কিন্তু আপনারা জানেন যে শুধু বাংলাদেশই নয় বিশ্বের অনেক দেশেই সাম্প্রতিককালে এই ধরনের ঘটনা ঘটে চলেছে।”
পাশাপাশি হাসিনার আরো বক্তব্য, “উভয় দেশেরই উদারতা দেখানো উচিত বলে আমি মনে করি। বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ দেশ এবং এখানে বহু ধর্মের মানুষ বসবাস করেন। এক ধর্মের সাথে অন্য ধর্মের মানুষের সম্প্রীতি এখানে বজায় আছে। আমাদের সরকার এই বিষয়ে খুবই সচেষ্ট।”