বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালির ‘স্টিং অপারেশন’ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। একের পর এক ভিডিও ভাইরাল হওয়ার পর কার্যত প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে সন্দেশখালি কাণ্ডের (Sandeshkhali Incident) সত্যতা। এই নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে আক্রমণ, পাল্টা আক্রমণের ধারা অব্যাহত। এবার যার বিরুদ্ধে যাবতীয় অভিযোগ, সেই শেখ শাহজাহান (Sheikh Shahjahan) এক বিস্ফোরক দাবি করলেন।
দিন কয়েক আগেই সন্দেশখালির একটি ‘স্টিং অপারেশনে’র (Sandeshkhali Sting Operation) ভিডিও প্রকাশ্যে এসেছে। যা সন্দেশখালি কাণ্ডের সত্যতাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ওই ভিডিওয় স্থানীয় বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে দেখা যাচ্ছে বলে দাবি। তাঁকে বলতে শোনা যাচ্ছে, সন্দেশখালিতে ধর্ষণের ঘটনা পুরো সাজানো। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিকল্পনা মতো এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এখানেই শেষ নয়! এরপর বেশ কিছু অভিযোগকারী দাবি করেন, তাঁদের সাদা কাগজে সই করানো হয়েছিল। পরবর্তীতে সেগুলিকে ব্যবহার করেই ধর্ষণের অভিযোগ আনা হয়। ভোটের মধ্যে এই নিয়ে নিত্যদিন বিজেপিকে তুলোধোনা করছে তৃণমূল। পাল্টা দিচ্ছে গেরুয়া শিবিরও। এবার এই নিয়ে মুখ খুললেন খোদ সন্দেশখালির ‘বাঘ’।
আরও পড়ুনঃ রামনবমীর মিছিলে হামলা! ‘তদন্তভার NIA-র কাছেই যাওয়া উচিত’! বিরাট মন্তব্য হাইকোর্টের
এদিন শাহজাহানকে বসিরহাট আদালতে তোলা হয়েছিল। আদালতে ঢোকার মুখে তাঁকে বেশ কিছু প্রশ্ন করেন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। শাহজাহানকে জিজ্ঞেস করা হয়, গত কয়েকদিন নানান রকমের ভিডিও ভাইরাল হয়েছে, এই বিষয়ে কী বলবেন? জবাবে তিনি বলেন, ‘এখন তো সবে শুরু। ভোটটা শেষ হোক, আরও সত্য ঘটনা সামনে আসবে’।
এদিকে সন্দেশখালি কাণ্ড নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর এই নিয়ে পাল্টা দেন কলকাতা দক্ষিণের পদ্ম প্রার্থী দেবশ্রী চৌধুরী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তৃণমূলের শেষ! তৃণমূল ভুলে গিয়েছে কার বিরুদ্ধে অভিযোগ করা যায়, আর কার বিরুদ্ধে করা যায় না। ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। সিপিএমের শেষের দিনগুলোও এমনই ছিল’।
এদিকে আবার সন্দেশখালির যে বিজেপি নেতার স্টিং অপারেশনের ভিডিও ভাইরাল হয়েছে বলে দাবি, সেই গঙ্গাধর কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। সন্দেশখালিতে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ এনে উচ্চ আদালতে গিয়েছেন তিনি। গঙ্গাধরের আইনজীবীর দাবি, সিবিআইয়ের কাছেও এই নিয়ে অভিযোগ জানানো হয়েছে।