‘CBI তদন্ত হলে খুব ভালো হবে’! সন্দেশখালি কাণ্ডে হাই কোর্টের রায়কে স্বাগত খোদ শাহজাহানের!

বাংলা হান্ট ডেস্কঃ গত জানুয়ারি থেকে সংবাদের শিরোনামে সন্দেশখালি। স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনেছিলেন স্থানীয় বাসিন্দারা। বুধবার জমি জবরদখল, নারী নির্যাতন, এলাকাবাসীর ওপর অত্যাচারের অভিযোগগুলির সিবিআই (Central Bureau of Investigation) তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এবার এই প্রসঙ্গে চমকে দেওয়া প্রতিক্রিয়া দিলেন সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহান।

বৃহস্পতিবার ইডি (ED) দফতর থেকে শাহজাহানের মেডিক্যাল পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হয়। সেদিনই তাঁকে সন্দেশখালি মামলায় হাই কোর্টের (Calcutta High Court) রায় প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়। জবাবে বহিষ্কৃত তৃণমূল নেতা বলেন, ‘সিবিআই (CBI) তদন্ত হলে খুব ভালো হবে’।

বর্তমানে শাহজাহানের বিরুদ্ধে আর্থিক বেনিয়মের নানান মামলার তদন্ত করছে আর এক কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ইতিমধ্যেই সেই মামলায় তলব করা হয়েছে তাঁর স্ত্রীকেও। এই বিষয়ে প্রশ্ন করা হলে শাহজাহানের উত্তর, ‘সবটাই ভালো হবে’।

আরও পড়ুনঃ রোজার সময় একমাস জল খান না মুসলিমরা! কুর্নিশ জানিয়ে মমতা বললেন, ‘একদিন উপোস করলে তিনদিন খাই’

প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় প্রথমে উঠে এসেছিল সন্দেশখালির এই তৃণমূল নেতার (বর্তমানে বহিষ্কৃত) নাম। তাঁর বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে উত্তেজিত জনতার হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা। এরপরেই ঘুরে যায় ঘটনার মোড়। জনতার প্রহার থেকে বাঁচতে রীতিমতো পালাতে হয় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের।

এদিকে ইডি ওপর হামলার ঘটনার পর ফেরার হয়ে যান শাহজাহান। প্রায় মাস দুয়েক গা ঢাকা দিয়ে থাকার পর গত ফেব্রুয়ারি মাসে মিনাখাঁর বামনপুকুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। বর্তমানে আদালতের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই। এবার সন্দেশখালির জনস্বার্থ এবং স্বতঃপ্রণোদিত মামলায় সিবিআইকে সিট গঠনের নির্দেশ দিয়েছে আদালত।

sheikh shahjahan calcutta high court cbi probe order

আদালতের নজরদারিতে এই অভিযোগগুলির তদন্ত করা হবে। একইসঙ্গে সন্দেশখালি এলাকায় স্পর্শকাতর হিসেবে চিহ্নিত এলাকায় এলইডি আলো, সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশও দিয়েছে হাই কোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় এজেন্সিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর