বাংলা হান্ট ডেস্কঃ ‘জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসেছে। মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তাহলে শেখ শাহজাহান কে?’ দুদিন আগে জোর গলায় এমনটাই বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর এবার শাহজাহান গ্রেফতার হতেই অ্যাকশন। সন্দেশখালির (Sandeshkhali) নেতা শেখ শাহজাহানকে (Sheikh) ছয় বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল (Trinamool Congress)।
বৃহস্পতিবার শাহজাহান গ্রেফতার হওয়ার পর সাংবাদিক বৈঠক করে তাকে বহিষ্কারের কথা জানান ডেরেক ও’ব্রায়েন। ডেরেক বলেন, “দল শেখ শাহজাহানকে ছ’বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। দেশে দুই ধরনের রাজনৈতিক দল রয়েছে, এক ধরনের দল শুধু বড় বড় কথা বলে যায়। আর তৃণমূল কাজে করে দেখায়।”
যেই দলের নাম ভাঙিয়ে এত কাণ্ড, এবার সেই দল থেকেই বহিষ্কৃত সন্দেশখালির দাপুটে নেতা শেখ শাহজাহান। আগামী ছ’বছরের জন্য দল থেকে তার নাম মুছে ডিল তৃণমূল। দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। প্রসঙ্গত, এর আগে গত ২৫ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের ঘনিষ্ঠমহলে বলেছিলেন, ‘আদালত একবার পুলিশকে দায়িত্ব দিক। ১০ দিনের মধ্যে শেখ শাহাজাহান গ্রেফতার হবে’।
ওদিকে সোমবারই হাইকোর্ট জানিয়ে দেয় শাহজাহানের গ্রেফতারিতে কোনও বাধা নেই। আর তারপরই পুলিশের জালে সন্দেশখালির বাঘ। সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনার ৫৫ দিন পর অবশেষে গ্রেফতার তৃণমূলের শেখ শাহজাহান। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত্রিবেলা গ্রেফতার হয়েছেন শাহজাহান। মিনাখাঁর বামনপুকুর বাজার এলাকায় খ্রিস্টান পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বহু সময় ধরে শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। তবে Ed-র উপর হামলার ঘটনাতেই শাহজাহান শেখকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতীম সরকার।
আরও পড়ুন: IMD অ্যালার্ট! কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় ফের ঝড়-বৃষ্টি: আবহাওয়ার লেটেস্ট খবর
রাজ্য পুলিশ ইতিমধ্যেই তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে ১১টি ধারায় মামলা রুজু করেছে। বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে শাহজাহানের ১০ দিনের পুলিশি হেফাজত দিয়েছেন বিচারক। ওদিকে এসবের মধ্যেই দল থেকে শাজাহানকে ঝেড়ে ফেলা হল। যদিও তৃণমূলের এই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে। আম জনতা থেকে রাজনৈতিক দলের প্রশ্নের মুখে বাংলার শাসকদলের ভূমিকা।
যে শাহজাহান এতদিন দলের পদে থেকে বছরের পর বছর সন্দেশখালিতে দাপিয়ে বেরিয়েছেন, সাধারণ মানুষদের ওপর অত্যাচার, নারী নির্যাতন, জমি জবরদখল-সহ অগুনতি অভিযোগ রয়েছে তাকে ঘিরে। তাহলে এতদিন কেন কোনও ব্যবস্থা নেয়নি দল। কেন পুলিশ গ্রেফতার করার পর দল থেকে বহিষ্কার করতে হল শাহজাহানকে? উঠছে প্রশ্ন।